স্যুটকেসে তরুণীর মাথাবিহীন মরদেহ, বাবা গ্রেপ্তার

Looks like you've blocked notifications!

রেলওয়ে স্টেশনের পাশে একটি স্যুটকেস পড়ে আছে। কেউ এটাকে নিতে আসছে না। অবশেষে সেখানে উপস্থিত অটোচালকরা পড়ে থাকা ওই স্যুটকেসের ব্যাপারে পুলিশকে খবর দেয়।

পুলিশ এসে স্যুটকেসটি উদ্ধার করে। কিন্তু স্যুটকেসটি খুলতেই দেখা যায় এর ভেতর মাথাবিহীন এক তরুণীর মরদেহ। মরদেহটি তিন টুকরা করা ছিল।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়,ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের থানে শহরে।

এ ঘটনায় ৪৭ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া অরবিন্দ তিওয়ারি ওই নিহত তরুণীর পিতা।

প্রতিবেদনে বলা হয়, নিহত ওই তরুণীর নাম প্রিন্সি (২২)। সম্প্রতি প্রিন্সি তাঁর এক সহকর্মীকে বিয়ে করার কথা পরিবারকে জানায়। কিন্তু প্রিন্সির বাবা এই বিয়েতে অমত জানান কারণ ওই তরুণীর সহকর্মী ভিন্ন গোত্রের। এই ঘটনার জেরেই প্রিন্সিকে নিজের বাবার হাতে খুন হতে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অভিযুক্ত অরবিন্দ তিওয়ারি তার মেয়ে প্রিন্সিকে হত্যার পর তিন টুকরো করে স্যুটকেসে রাখেন। পরে শনিবার রাতে একটি অটোরিক্সায় করে পালিয়ে যান। পরদিন রোববার সকালে মরদেহসহ ওই স্যুটকেসটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, রোববার সকালে থানে জেলার কল্যাণ রেলওয়ে স্টেশনের বাইরে একটি অটোর ভেতর থেকে ওই স্যুটকেসটি উদ্ধার করা হয়।