হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবে বাংলাদেশিসহ দুজন আহত

Looks like you've blocked notifications!
সৌদি আরবের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় জাজানে রোববার হুতিরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ছবি : সংগৃহীত

শিয়া মিলিশিয়া গোষ্ঠী হুতি’র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের জাজানের শিল্পাঞ্চল আহাদ আল-মাসারিয়্যাহ এলাকায় প্রবাসী বাংলাদেশিসহ দুজন আহত হয়েছেন। ইয়েমেনে যুদ্ধরত সৌদি জোটের বরাত দিয়ে আরব নিউজ তাদের প্রতিবেদনে এ তথ্য জানায়।

গতকাল রোববার এ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এতে দুজন আহত এবং ঘটনাস্থলে সাধারণ মানুষের গাড়ি ও কারখানা ধ্বংস হয়েছে।

আহত দুজনের একজন বাংলাদেশি। অপরজন সুদানের বলে জানা গেছে।

জাজানের শিল্পাঞ্চল আহাদ আল-মাসারিয়্যাহ এ নিয়ে তৃতীয়বার হুতিদের টার্গেটে পরিণত হলো।

আজ সোমবার সকালে ইয়েমেনে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন জোট এক বিবৃতিতে সৌদি আরবের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় জাজানে রোববার হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার তথ্য জানায়।