হুতি হামলায় ‘সৌদি হেলিকপ্টার’ ধ্বংসের ভিডিও প্রকাশ

Looks like you've blocked notifications!

সৌদি আরবের একটি অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংসের ভিডিও প্রকাশ করেছে প্রতিবেশী দেশ ইয়েমেন। কর্তৃপক্ষের বরাতে ‘এএনআই নিউজ’ জানায়, গত শুক্রবার স্থানীয় সময় সকালে ইয়েমেনের সীমান্তবর্তী এলাকায় ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

এ দিকে ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠীটির একজন মুখপাত্র বলেছেন, ‘হেলিকপ্টারটি ইয়েমেনিদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য এসেছিল। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ায় বাহনটির দুই পাইলট প্রাণ হারিয়েছেন। ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে অ্যাপাচি হেলিকপ্টারটি ধ্বংস করা হয়।’

অন্যদিকে গতকাল শনিবার প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ক্ষেপণাস্ত্র ছোড়ার কিছুক্ষণ পর তা হেলিকপ্টারটিকে আঘাত করে। মূলত এর পর পরই ইয়েমেনি হুতি যোদ্ধারা সমবেত কণ্ঠে আল্লাহর শুকরিয়া করেন। একই সঙ্গে তাঁরা ইসরায়েল এবং আমেরিকা ধ্বংস হোক বলে স্লোগান দিতে থাকেন।