হুয়াওয়ের গবেষণাকেন্দ্রে আগুন (ভিডিওসহ)

Looks like you've blocked notifications!

চীনের টেলিকমিউনিকেশন যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের একটি গবেষণাকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গবেষণাকেন্দ্রটি চীনের দক্ষিণ গুয়াংডং প্রদেশের দংগুয়ানে অবস্থিত।  স্থানীয় সময় আজ শুক্রবার বিকেলে অগ্নিকাণ্ডেরে ঘটনা ঘটে বলে স্থানীয় ফায়ারসার্ভিস ও গণমাধ্যম জানিয়েছে।

সিনা ডটকমে ওই অগ্নিকাণ্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়। উঁচু ভবন থেকে ভিডিওটি ধারণ করা হয়। এতে দেখা গেছে, গবেষণাগার থেকে প্রচুর ধোঁয়া বের হচ্ছে। ফায়ারসার্ভিসের বেশ কয়েকটি ইউনিট আগুন নেভাতে অংশ নেয়।

আগুনে কেউ হতাহত হয়নি। স্থানীয় সময় বিকেল সোয়া তিনটায় আগুন লাগে। হুয়াওয়ের অফিশিয়াল উইচ্যাট অ্যাকাউন্ট থেকে দেওয়া এক বিবৃতিতে বরা হয়, ৪ টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগার কারণ জানা যায়নি। এ বিষয়ে হুয়াওয়ে কর্তৃপক্ষ বিস্তারিত জানায়নি। রয়টার্স জানিয়েছে, অগ্নিকাণ্ডের শিকার গবেষণাগারে মূলত ফোর-জি এবং ফাইভজি-এর অ্যান্টেনা সম্পর্কিত যন্ত্রাংশের পরীক্ষা-নিরীক্ষা করা হয়ে থাকে।