হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক অ্যালিসা ফারাহর পদত্যাগ

Looks like you've blocked notifications!
হোয়াইট হাউসের যোগাযোগবিষয়ক পরিচালক অ্যালিসা ফারাহ পদত্যাগ করেছেন। ছবি : সংগৃহীত

হোয়াইট হাউসের যোগাযোগবিষয়ক পরিচালক অ্যালিসা ফারাহ পদত্যাগ করেছেন। গতকাল বৃহস্পতিবার সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পদত্যাগের পর এক বিবৃতিতে অ্যালিসা ফারাহ জানান, নতুন কাজের লক্ষ্যে তিনি হোয়াইট হাউস ছেড়ে যাচ্ছেন।

বিবৃতিতে অ্যালিসা ফারাহ বলেন, ‘গত সাড়ে তিন বছর ট্রাম্প প্রশাসনে দায়িত্ব পালন করতে পারা পুরো জীবনের জন্য একটি সম্মানের বিষয়।’

অ্যালিসা ফারাহ যে হোয়াইট হাউস ছাড়ছেন, তা নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এক মাসের মাথায় ট্রাম্পের প্রশাসন ছাড়ছেন অ্যালিসা।

হোয়াইট হাউসের কমিউনিকেশনস পরিচালক ছাড়াও ট্রাম্প প্রশাসনে আরো দুটি পদে দায়িত্ব পালন করেছেন অ্যালিসা। তিনি প্রথমে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রেস সেক্রেটারি ছিলেন। পরে প্রতিরক্ষা দপ্তরের প্রেস সেক্রেটারি হয়েছিলেন।

এদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করা সর্ব কনিষ্ঠ ব্যক্তি ছিলেন অ্যালিসা ফারাহ।