১০ কোটি ডোজ চীনা ভ্যাকসিন কিনছে ব্রাজিল

Looks like you've blocked notifications!
ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী এডুয়ার্দো পাজুয়েলো । ছবি : সংগৃহীত

ব্রাজিল চীনা কোম্পানি সিনোভ্যাকের তৈরি করোনাভ্যাক কোভিড-১৯ ভ্যাকসিনের দশ কোটি ডোজ কেনার জন্য সাও পাওলোর বুটানটান ইনস্টিটিউটের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। বৃহস্পতিবার ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী এডুয়ার্দো পাজুয়েলো এ কথা জানান। খবর সিনহুয়ার।

এক সংবাদ সম্মেলনে পাজুয়েলো বলেন, চুক্তি অনুযায়ী মোট চার কোটি ৬০ লাখ ডোজ ভ্যাকসিন এপ্রিলে এবং এ বছরের শেষ নাগাদ পাঁচ কোটি ৪০ লাখ ডোজ ভ্যাকসিন সরবরাহ করা হবে।

বুটানটান ইনস্টিটিউটের সব ভ্যাকসিন জাতীয় টিকাদান পরিকল্পনার অন্তর্ভূক্ত এবং এসব ভ্যাকসিন দেশব্যাপী বিতরণ করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

পাজুয়েলো বলেন, বুধবার প্রেসিডেন্ট জাইর বোলসোনারো একটি ফরমান ঘোষণা করায় কনোরাভ্যাকের এসব ভ্যাকসিন কেনা সম্ভব হয়েছে। ওই ফরমানে ব্রাজিলের জাতীয় স্বাস্থ্য নজরদারি সংস্থার অনুমোদন ছাড়াই ফেডারেল সরকারকে আগাম কোভিড-১৯ ভ্যাকসিন কেনার সুযোগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দেশটিতে ৮৭ হাজার ৮৪৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং এক হাজার ৫২৪ জন প্রাণ হারিয়েছে।