জনমত জরিপ বলছে

১০ বছরের মধ্যেই ভেঙে যেতে পারে যুক্তরাজ্য!

Looks like you've blocked notifications!

অর্ধেক ব্রিটিশ নাগরিক মনে করেন, যুক্তরাজ্যের বর্তমান যে কাঠামো তা এক দশক পর আর নাও টিকে থাকতে পারে। যুক্তরাজ্যের ইপসোস মোরির এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। বার্তা সংস্থা রয়টার্স গতকাল শুক্রবার এ খবর জানিয়েছে।

ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দান আয়ারল্যান্ডের মেলবন্ধনে যে যুক্তরাজ্য, তাতে টানাপড়েন সৃষ্টি হয় ২০১৬ সালে। সে বছর অনুষ্ঠিত গণভোটে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পক্ষে অর্থাৎ ব্রেক্সিটের পড়ে ৫২ শতাংশ ভোট। এই গণভোটে ইউরোপিয়ান ইউনিয়নে থাকার পক্ষে মত দেয় স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ড। অন্যদিকে ইইউ ছাড়ার পক্ষে ভোট দেয় ইংল্যান্ড ও ওয়েলস।

যুক্তরাজ্যের সামনে ব্রেক্সিট প্রশ্নে আপাতত ৩১ জানুয়ারি পর্যন্ত চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে ইইউ। এমন পরিস্থিতে স্কটল্যান্ডে স্বাধীনতা প্রশ্নে গণভোট আয়োজনের দাবি জোরদার হয়েছে। পাশাপাশি আয়ারল্যান্ডের সঙ্গে উত্তর আয়ারল্যান্ডের যুক্ত হওয়া প্রশ্নে গণভোটের দাবিও জোরালো হয়ে উঠেছে।

এর আগে ২০১৪ সালে স্কটল্যান্ডে স্বাধীনতার প্রশ্নে আয়োজিত গণভোটে যুক্তরাজ্যের সঙ্গে থাকার পক্ষে ভোট পড়ে ৫৫ শতাংশ।

ইপসোস মোরির জনমত জরিপে অংশ নেওয়া ৫০ শতাংশ ব্রিটিশ নাগরিকই মনে করেন আগামী ১০ বছরে যুক্তরাজ্যের বর্তমান কাঠামো টিকে থাকবে না।

গত ২৫ থেকে ২৮ অক্টোবর এক হাজার একজন প্রাপ্তবয়স্ক ব্রিটিশ নাগরিকের ওপর জরিপ চালায় ইপসোস মোরি।