১২৫ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠাল ইতালি

Looks like you've blocked notifications!

ইতালির রাজধানী রোমের ফিউমিসিনো বিমানবন্দরে অবতরণকারী কাতার এয়ারওয়েজের একটি বিমান থেকে ১২৫ বাংলাদেশিকে নামতে দেওয়া হয়নি। বাংলাদেশিদের বহনকারী বিমানটি দোহা থেকে রোমের ফিউমিসিনো বিমানবন্দরে অবতরণ করে।

বুধবার (৮ জুলাই) ইতালি প্রভাবশালী গণমাধ্যম এএনএসএ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

খবরে বলা হয়, বিমানবন্দর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, কাতার এয়ারওয়েজের ওই বিমানের ১২৫ বাংলাদেশি আরোহী ইতালিতে প্রবেশ করতে পারবেন না। এমনকি বিমানের ভেতর থেকেও তাঁরা নামতে পারবেন না। তবে জরুরি মেডিকেল সেবার দরকার হলে বিমান থেকে নামার অনুমতি পাবেন।

কর্তৃপক্ষ আরো জানিয়েছে, কাতার এয়ারওয়েজের ওই ফ্লাইটেই বাংলাদেশি যাত্রীদের রোম থেকে দোহায় ফেরত পাঠানো হবে।

তবে বিমানটিতে থাকা অন্য দেশের যাত্রীদের নামার অনুমতি মিলেছে। বিমানবন্দরে তাদের করোনার নমুনা পরীক্ষা শেষে কোয়ারেন্টিনে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে অন্য একটি ফ্লাইটের দুই ডজনের বেশি বাংলাদেশি আরোহীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর বাংলাদেশের সঙ্গে বিমান চলাচল এক সপ্তাহের জন্য বন্ধ করে দেয় ইতালি।