১২ থেকে ১৭ বছর বয়সীদের জন্য টিকার অনুমোদন চেয়েছে মডার্না

Looks like you've blocked notifications!
ওষুধ কোম্পানি মডার্না বৃহস্পতিবার ১২ থেকে ১৭ বছর বয়সীদের কোভিড-১৯ টিকা দেওয়ার অনুমোদন চেয়ে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে। ছবি : সংগৃহীত

ওষুধ কোম্পানি মডার্না বৃহস্পতিবার ১২ থেকে ১৭ বছর বয়সীদের কোভিড-১৯ টিকা দেওয়ার অনুমোদন চেয়ে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, কিশোর-কিশোরীদের কোভিড-১৯ টিকা দিতে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থার কাছে অনুমোদন চাওয়া দ্বিতীয় ওষুধ কোম্পানি মডার্না। তারা একই সঙ্গে কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের নিয়ন্ত্রক সংস্থার কাছেও আবেদন করেছে।

করোনাভাইরাস মহামারি থামাতে ‘হার্ড ইমিউনিটি’ অর্জনের ক্ষেত্রে শিশুদের টিকাদান জরুরি একটি ধাপ। অল্পবয়সীরা করোনাভাইরাসে আক্রান্ত হলেও সাধারণত তাদের খুবই স্বল্প উপসর্গ দেখা দেয়, কারও কারও উপসর্গই দেখা দেয় না।

কিন্তু গুরুতর অসুস্থ হয়ে পড়ার ঝুঁকিতে থাকা এবং এই ভাইরাস ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে বাহক হিসেবে কাজ করতে পারে তারা।

মডার্নার উদ্ভাবিত কোভিড টিকা এরই মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নে প্রাপ্তবয়স্কদের দেহে প্রয়োগ করা হচ্ছে।

গত মাসে, মডার্নার দুই ডোজের টিকা ১২ থেকে ১৭ বছরের শিশুদের দেহে কার্যকর বলে প্রমাণ মেলে এবং নতুন বা বড় ধরনের কোনো নিরাপত্তা শঙ্কাও দেখা যায়নি। ক্লিনিক্যাল পরীক্ষার ধাপে তিন হাজার ৭৩২ কিশোর-কিশোরীর ওপর এই টিকা প্রয়োগ করা হয়।

যুক্তরাষ্ট্রে এরই মধ্যে এই বয়সের জনগোষ্ঠীকে ফাইজারের টিকা প্রয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্যে এখন পর্যন্ত ৭০ লাখ কিশোর-কিশোরী অন্তত এক ডোজ কোভিড-১০ টিকা পেয়েছে।