১ মাস করোনার সঙ্গে লড়ে হারলেন জাপানের সুমো কুস্তিগীর
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জাপানে ২৮ বছর বয়সী এক সুমো কুস্তিগীর মৃত্যুবরণ করেছেন। করোনায় আক্রান্ত হয়ে এই প্রথম কোনো সুমো কুস্তিগীরের মৃত্যুর খবর জানিয়েছে জাপান সুমো অ্যাসোসিয়েশন (জেএসএ)।
সুবোশি নামে পরিচিত সুমো কুস্তিগীরের মূল নাম কিউটাকা সুয়েটাকে। করোনায় শরীরের একাধিক অঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ায় মারা যান তিনি।
জাপানি গণমাধ্যম কিয়োডো নিউজ জানিয়েছে, কোভিড-১৯ পজিটিভ হওয়া প্রথম সুমো কুস্তিগীর ছিলেন সুবোশি। ১০ এপ্রিল করোনায় আক্রান্ত হন তিনি। খুব দ্রুত তাঁর অবস্থার অবনতি হতে থাকে এবং ৯ দিন পর তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানেই মারা যান সুবোশি।
তাঁর মৃত্যুতে জেসএস চেয়ারম্যান হাক্কাকু কিয়োডো নিউজকে বলেন, ‘আমি কেবল এটাই অনুমান করছি, এক মাসেরও বেশি সময় ধরে তিনি করোনার সঙ্গে লড়াই করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত কুস্তিগীরের মতো সাহসিকতার সঙ্গে লড়াই করে তিনি মারা গেছেন। আমার প্রার্থনা, তিনি শান্তিতে বিশ্রাম নিক।’
জাপানের ইয়োমিউরি নিউজ নামে আরেকটি গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, জেএসএর এক হাজার সদস্যের করোনা পরীক্ষা করানো হবে।
এ পর্যন্ত জাপানে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৬ হাজার ১২০ জন। এদের মধ্যে ৬৯৭ জন মারা গেছে। এই রোগ থেকে সুস্থ হতে পেরেছে ৯ হাজার ৮৬৮ জন আর গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে ২৫৯ জন। করোনাভাইরাসের পরিসংখ্যান জানার ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এসব তথ্য জানিয়েছে।