২০১৬ সালের চেয়েও বড় ব্যবধানে জেতার আশা ট্রাম্পের
আসছে ৩ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হবেন বলে বিশ্বাস করেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিরুদ্ধে এবার ২০১৬ সালের চেয়েও বড় ব্যবধানে জিতবেন তিনি।
পেনসিলভানিয়ায় বুধবার এক নির্বাচনী সমাবেশে এমন আশা ব্যক্ত করেন ট্রাম্প। সমাবেশে বাইডেনের তীব্র সমালোচনা করেন ট্রাম্প।
ফাইনান্সিয়াল টাইমস জানায়, ট্রাম্প বলেন, তাঁর সরকার করোনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত অর্থনীতিতে গতি ফিরিয়েছে। অন্যদিকে এবারের নির্বাচনে জয়ী হলে জো বাইডেন যুক্তরাষ্ট্রকে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবেন।
ট্রাম্প বলেন, ‘আমরা একটি দুর্দান্ত সময়ের দিকে যাচ্ছি। কারণ, আপনারা কট্টর বামপন্থাকে প্রত্যাখ্যান করতে চলেছেন। আমি হাজার বার বলব, যুক্তরাষ্ট্র কখনো সমাজতান্ত্রিক জাতি হতে পারে না।’
প্রচারণায় এদিনও ইরানের বিরুদ্ধে মন্তব্য করেন ট্রাম্প। সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ৩ নভেম্বরের নির্বাচনে তিনি জয়লাভ করলে তাঁর কাছে ইরান থেকে প্রথম বিদেশি টেলিফোন কল আসবে।
এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প আগামীকাল শনিবার ভোরে ফ্লোরিডায় নিজের ভোট প্রদান করবেন। হোয়াইট হাউসের মুখপাত্র জুড ডিয়ার বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প শনিবার ভোরে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ভোট দেওয়ার পরিকল্পনা করেছেন।’
ফ্লোরিডায় ট্রাম্পের দুটি বিশাল গলফ রিসোর্ট রয়েছে, এর একটি আটলান্টিক উপকূলের শহর ওয়েস্ট পাম বিচে অবস্থিত।
যুক্তরাষ্ট্রের নির্বাচন ৩ নভেম্বর, তবে এ বছর আমেরিকানরা অভূতপূর্বভাবে সরাসরি অথবা ই-মেলে আগাম ভোট দিচ্ছেন।
দেশব্যাপী করোনাভাইরাস সংক্রমণের কারণে নির্বাচনের দিনে ভোটের জন্য লাইন এড়াতে বেশির ভাগ আগাম ভোট দিচ্ছেন।