২০২৪ সালে নির্বাচন করলে বাইডেনের রানিং মেট থাকবেন কমলা

Looks like you've blocked notifications!
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ওয়াশিংটনে হোয়াইট হাউসের রোজ গার্ডেনে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে হাঁটছেন। ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার বলেছেন—তিনি যদি ২০২৪ সালে আবারও নির্বাচনে দাঁড়ান, তাহলে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসই তাঁর রানিং মেট থাকবেন। সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা এ খবর জানিয়েছে।

জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার এক বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমলা হ্যারিস সম্পর্কে বলেন, ‘তিনিই আমার রানিং মেট হতে যাচ্ছেন।’

গত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে কমলা হ্যারিস বলেছিলেন—তিনি ও বাইডেন এখনও ২০২৪ সালের নির্বাচন নিয়ে আলোচনা করেননি। তবে, নানা জল্পনা-কল্পনার মধ্যে যদি জো বাইডেন আবার নির্বাচনে না দাঁড়াতে চান, তাহলে কমলা হ্যারিসও হোয়াইট হাউসের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন না।

ওয়াল স্ট্রিট জার্নালের সঙ্গে এক সাক্ষাত্কারে ৭৯ বছর বয়সি জো বাইডেনের আবার নির্বাচনে দাঁড়ানোর সম্ভাবনা কতটুকু, সে সম্পর্কে জিজ্ঞাসা করা হলে কমলা হ্যারিস বলেন, ‘আমি এ বিষয়ে ভাবছি না বা আমরা এ সম্পর্কে কোনো কথা বলিনি।’

যুক্তরাষ্ট্রের ইতিহাসে কমলা হ্যারিস প্রথম নারী এবং কৃষ্ণাঙ্গ ও এশীয়-মার্কিন ব্যক্তি—যিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। তাই প্রাথমিকভাবে তাঁকেই বাইডেনের উত্তরসূরি বলে ধারণা করা হয়েছিল।

জো বাইডেন ভোটের অধিকার রক্ষায় কমলা হ্যারিসের রেকর্ড সমর্থন করে বলেন, ‘আমি তাঁকে দায়িত্ব দিয়েছিলাম। আমি মনে করি—তিনি খুব ভালো কাজ করছেন।’