২০ হাজার আফগান যুক্তরাজ্যে বসবাসের সুযোগ পাবে, জানাল ব্রিটিশ সরকার
সশস্ত্র সংগঠন তালেবান বিদ্রোহীরা আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্রিটিশ সরকার জানাল, তারা ২০ হাজার আফগান শরণার্থীকে আশ্রয় দেবে। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ব্রিটিশ সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী, আগামী বছরগুলোতে ২০ হাজার আফগান নাগরিককে যুক্তরাজ্যে বসবাসের অনুমতি দেওয়া হবে। এর মধ্যে প্রথম বছর পাঁচ হাজার শরণার্থী যুক্তরাজ্যে বসবাসের সুযোগ করে দেওয়া হবে।
ব্রিটিশ সরকার জানিয়েছে, নতুন প্রকল্পের আওতায় নারী, মেয়েসহ যাদের বাসস্থানের বেশি প্রয়োজন তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
এ ছাড়া আরও পাঁচ হাজার আফগান দোভাষী এবং যুক্তরাজ্যের হয়ে কাজ করা কর্মীদেরও যুক্তরাজ্যে বসবাসের অনুমতি দেওয়া হবে।
ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল অন্যান্য দেশগুলোকেও আফগানদের সাহায্য করার আহ্বান জানিয়েছেন। ডেইলি টেলিগ্রাফকে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা একা এটা করতে পারব না।’