২১৬ দিন কোভিডে আক্রান্ত নারীর শরীরে ৩০ বার মিউটেশন : গবেষণা
সাধারণত কোনও রোগীর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি দেখা যায় বেশ কয়েক দিন। এবার করোনা সংক্রান্ত এক গবেষণা চলাকালীন জানা গেল, এক এইচআইভি পজিটিভ নারীর মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ছিল ২১৬ দিন পর্যন্ত। আর তাঁর শরীরে নাকি করোনাভাইরাস ৩০ বারের বেশি ‘মিউটেট’ করেছে। সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।
গতবছর থেকে বিশ্বজুড়ে ত্রাসের সৃষ্টি করা করোনাভাইরাস দেড় বছরে বহুবার নিজেকে ‘মিউটেট’ করেছে বা চরিত্র বদল করেছে। এ নিয়ে গবেষণাও চালাচ্ছেন গবেষকেরা।
এইচআইভি পজিটিভ সেই রোগীর নাম প্রকাশ করা হয়নি। যদিও জানা গেছে, রোগী দক্ষিণ আফ্রিকার বাসিন্দা। বিষয়টি আরও গভীর ভাবে খতিয়ে দেখতে চান গবেষকেরা। এমন ঘটনা এর আগে গবেষকদের নজরে পড়েনি। তাই এই বিশেষ কেসটি নজর কেড়েছে সবার।
জানা গেছে, সেই রোগীর শরীরে করোনাভাইরাস ১৩ বার স্পাইক প্রোটিন মিউটেশন ঘটিয়েছে। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ফাঁকি দিতে সাহায্য করে। এ ছাড়া রোগীর শরীরে আরও ১৯টি মিউটেশন ঘটায় করোনাভাইরাস। গবেষকদের মত, এই নির্দিষ্ট কেসটি খতিয়ে দেখলে করোনাভাইরাসের মিউটেশন সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ তথ্যের ওপর থেকে পর্দা সরানো যাবে।
এদিকে এখনও এই বিষয়ে স্পষ্ট হওয়া যায়নি যে, আক্রান্ত ওই রোগী থেকে করোনার মিউটেশন অন্যের শরীরে ছড়িয়ে পড়েছে কি না। বিশেষজ্ঞদের মত, একজন এইচআইভি পজিটিভ রোগীর করোনায় প্রাণ হারানোর আশঙ্কা সাধারণ কোমর্বিডিটি (বিভিন্ন শারীরিক জটিলতা থাকা) রোগীর তুলনায় ২ দশমিক ৭৫ গুণ বেশি। তবে সেই সংক্রমিত দক্ষিণ আফ্রিকার নারী বেঁচে আছেন।