৩০ কোটি ভ্যাকসিনের আগাম ফরমায়েশ দিল ইউরোপের ৪ দেশ
সম্ভাব্য করোনা ভ্যাকসিনের ৩০ কোটি ডোজের আগাম ফরমায়েশ দিয়েছে ইউরোপের চার দেশ— জার্মানি, ফ্রান্স, ইতালি ও নেদারল্যান্ডস। সুইডিশ-ব্রিটিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটি এখনো পরীক্ষা-নিরীক্ষার পর্যায়েই রয়েছে, তবে বেশ আশা জাগিয়েছে এটি।
জার্মানির স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল শনিবার সংবাদমাধ্যম ডয়েচে ভেলেকে জানায়, তারাসহ চারটি দেশ কোম্পানিটির সঙ্গে ৩০০ মিলিয়নের (৩০ কোটি) বেশি ডোজের প্রি-অর্ডার (আগাম ফরমায়েশ) চুক্তি করেছে। ইউরোপের অন্যান্য দেশ এ চুক্তিতে অন্তর্ভুক্ত হতে পারবে বলেও জানানো হয়েছে।
অ্যাস্ট্রাজেনেকা তাদের ভ্যাকসিনটি এখন ৪২ হাজার মানুষের শরীরে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা শুরু করেছে। ২০২০ সালের শেষ নাগাদ এর পরীক্ষা-নিরীক্ষা চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে।
জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জেনস স্প্যান বলেন, বিশ্বের বেশ কয়েকটি দেশ ভ্যাকসিন নিয়ে অনেক দূর এগোলেও ইউরোপ তেমন কিছু করতে পারেনি।
এদিকে, ইউরোপবাসীর জন্য অচিরেই ৪০ কোটি ভ্যাকসিন মিলবে বলে ফেসবুক পোস্টে জানান ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্ট স্পেরেঞ্জা।