৬৬ বছরের বৃদ্ধের ১৭ বিয়ে, ভালবাসা দিবসে ধরা
বিয়ে করে প্রতারণার অভিযোগে ভারতের ওড়িশা প্রদেশে রমেশ চন্দ্র সাঁই নামের ৬৬ বছর বয়সি এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রমেশ প্রথম বিয়ে করেছিলেন ১৯৮২ সালে, আর সর্বশেষ ২০২০ সালে। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
চৌদ্দটি বিয়ের অভিযোগে আটকের পর রমেশের আরও তিন স্ত্রীর তথ্য পায় পুলিশ।
গত সোমবার (১৪ ফেব্রুয়ারি) এবারের ভালবাসা দিবসে ভাগ্য বিপক্ষে যায় রমেশের। রাজধানী দিল্লিতে সর্বশেষ বিয়ে করা স্ত্রীর অভিযোগের ভিত্তিতে তাঁকে আটক করে পুলিশ। ২০২০ সালে রমেশ দিল্লির আর্য সমাজ মন্দিরে অভিযোগকারী নারীকে বিয়ে করেন।
অন্য স্ত্রীদের তথ্য গোপন রেখে বিয়ে করাসহ বিভিন্নভাবে প্রতারণা করতেন এবং স্ত্রীদের কাছ থেকে লাখ লাখ রুপি নিতেন রমেশ চন্দ্র সাঁই।
সম্প্রতি ভুয়া চিকিৎসক পরিচয় দিয়ে এক তরুণকে মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা করে দেবেন বলে ১৮ লাখ রুপি নেন তিনি। এমনকি একই পরিচয়ে সম্প্রতি আসামের উচ্চশিক্ষিত এক নারী চিকিৎসককেও বিয়ে করেন ওড়িশার কেন্দ্রপাড়া জেলার উপকূলীয় একটি গ্রামের রমেশ চন্দ্র সাঁই।
পুলিশ জানায়, রমেশের চার স্ত্রী ওড়িশায় থাকেন, তিন জন দিল্লিতে, তিন জন আসামে, মধ্যপ্রদেশ ও পাঞ্জাবে দুজন করে এবং ছত্তিশগড়, ঝাড়খন্ড ও উত্তরপ্রদেশে এক জন করে স্ত্রী রয়েছে রমেশের।