৬ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মনোনয়নপত্র জমা দিলেন কেজরিওয়াল

Looks like you've blocked notifications!
মঙ্গলবার ছয় ঘণ্টা লাইনে দাঁড়িয়ে বিধানসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ছবি : এনটিভি

ছয় ঘণ্টা লাইনে দাঁড়িয়ে বিধানসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, দিল্লি বিধানসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল মঙ্গলবার। এদিন সকালে নির্বাচন কমিশন দপ্তরে মনোনয়নপত্র দাখিল করতে যান আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল।

কমিশনে গিয়ে কেজরিওয়াল দেখেন, আগে থেকেই সেখানে ভিড় করেছেন নির্দলীয় প্রার্থীরা।

টুইটবার্তায় কেজরিওয়াল জানান, মনোনয়ন জমা দিতে তিনি পেয়েছিলেন ৪৫ নম্বর টোকেন এবং তাঁর আগের ৪৪ প্রার্থীর মনোনয়ন জমায় ছয় ঘণ্টা চলে যায়।

আম আদমি পার্টির অভিযোগ, কেজরিওয়াল যাতে মনোনয়ন জমা দিতে না পারেন, সে জন্য বিজেপিই ৪০-৫০ জনকে লাইনে ঢুকিয়ে দিয়েছিল।