যুক্তরাষ্ট্রে চারজনকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের আটলান্টার পশ্চিমাঞ্চলীয় এলাকা ডগলাসভিলের একটি বাড়িতে হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে ফুল দিয়ে স্মৃতি স্থাপনা তৈরি করা হয়েছে। পুলিশ দড়ি দিয়ে বাড়িটিকে ঘিরে রেখেছে। স্থানীয় সময় গতকাল ৭ ফেব্রুয়ারি-২০১৫, শনিবার তোলা। ছবি : রয়টার্স
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার পশ্চিমাঞ্চলীয় এলাকা ডগলাসভিলে হামলা চালিয়ে একই পরিবারের চারজনকে হত্যা করেছে এক দুর্বৃত্ত। হত্যাকাণ্ড চালানোর পর তিনি আত্মহত্যা করেছেন। গতকাল শনিবারের এ ঘটনায় শিশুসহ তিনজন আহত হয়।
ডগলাস কাউন্টির শেরিফের কার্যালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট গ্লেন ড্যানিয়েল এএফপিকে জানান, ডগলাসভিলের এক বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এতে মোট সাতজনকে গুলি করা হয়।
আহত দুই শিশু এবং ওই পরিবারের অন্য এক স্বজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্লেন ড্যানিয়েল বলেন, পারিবারিক কারণেই এ হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ এই ঘটনার তদন্ত করছে।