তীব্র দাবদাহে ভারতে ২৪ ঘণ্টায় ৪৩০ জনের মৃত্যু
প্রচণ্ড দাবদাহে ভারতের দুই রাজ্যে গত ২৪ ঘণ্টায় ৪৩০ জনের মৃত্যু হয়েছে। গত এক সপ্তাহে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যে এ দাবদাহে মারা গেছেন এক হাজার ৭৫০ জন মানুষ।
বার্তা সংস্থা বাসস জানিয়েছে, এ নিয়ে গতকাল শুক্রবার পর্যন্ত ভারতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৮২৬ জন। কয়েক হাজার গ্রামে দেখা দিয়েছে পানির সংকট।
তীব্র দাবদাহে তেলেঙ্গানা প্রদেশে গত ২৪ ঘণ্টায় ১০০ জনের মৃত্যু ঘটেছে। এ রাজ্যে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪০ জন। অন্ধ্রপ্রদেশে বৃহস্পতিবার হিটস্ট্রোকে মারা যান ৩২৯ জন। এ রাজ্যে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৩৪ জনে।
এখনই তাপ কমার কোনো সুখবরও নেই। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উড়িষ্যা, ঝাড়খন্ড, বিদর্ভ, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও অন্ধ্রপ্রদেশে এ রকম পরিস্থিতি আরো দুদিন থাকবে। অন্ধ্রপ্রদেশের সরকার এরই মধ্যে রাজ্যে হিটস্ট্রোকে নিহতদের প্রত্যেক পরিবারকে এক লাখ রুপি দেওয়ার ঘোষণা দিয়েছে।
তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে সর্বোচ্চ তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তেলেঙ্গানার খাম্মাম ও নিজামাবাদে এবং অন্ধ্রপ্রদেশের নন্দিগামা ও অঙ্গলিতে তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রাজধানী দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস।
তীব্র দাবদাহে রাজস্থানের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বিরাজ করছে। রাজধানী জয়পুরসহ কয়েকটি এলাকায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি।
বিহারেও অব্যাহত আছে দাবদাহ। গয়া জেলায় তাপমাত্রা ৪১ ডিগ্রির ওপরে। পাটনায় তাপমাত্রা ছুঁয়েছে ৩৯ ডিগ্রি। দাবদাহ চলছে উত্তর প্রদেশেও। লক্ষ্ণৌতে তাপমাত্রা আরো বাড়তে পারে বলে আবহাওয়া দপ্তর আশঙ্কা করেছে।
মধ্যাঞ্চলের মহারাষ্ট্র রাজ্যে পানির ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে। কয়েক হাজার পানির ট্যাংকার দিয়ে প্রায় চার হাজার গ্রাম ও মহল্লায় পানি সরবরাহ করা হচ্ছে। এ ছাড়া প্রচণ্ড তাপে ক্ষেতের ফসল পুড়ে যাচ্ছে ও বন্য প্রাণী মারা যাচ্ছে। কিছু পানির অভাবে মারা পড়ছে।