অজগরকে গিলে খেল আরেক সাপ!
অজগরের বড় বড় প্রাণী আস্ত গিলে খাওয়ার কথা সবারই জানা। কিন্তু এবার এক আস্ত অজগরকেই গিলে খেল তুলনায় বেশ ছোট এক প্রাণঘাতী বাদামি সাপ (ব্রাউন স্নেক)। উত্তর-পূর্ব অস্ট্রেলিয়ার উপকণ্ঠে একটি বাড়িতে এই চিত্র ধরা পড়েছে।
এনঅ্যান্ডএসের সাপ শিকারি স্যালি হিল তিন ঘণ্টারও বেশি সময় ধরে দৃশ্যটি পর্যবেক্ষণ করেছেন। হিল বলেন, ‘একটি সাপ আরেকটি সাপকে খাচ্ছে এমন দৃশ্য দেখতে পাওয়া খুবই দুর্লভ ব্যাপার। এর আগে কখনোই আমরা এরকম কিছু দেখিনি।’ যেকোনো সাপ শিকারির জন্য এ ধরনের ঘটনার প্রত্যক্ষ করার সুযোগ খুব কমই মেলে বলে উল্লেখ করেন তিনি।
অস্ট্রেলিয়ান মিউজিয়াম জানায়, ব্রাউন স্নেক সাধারণত ব্যাঙ, পাখি, ইঁদুর খেয়ে থাকে কিন্তু অন্য সাপ খেতেও জানে।
মিসেস হিল বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ব্রাউন স্নেকের সংখ্যা বেড়েছে। খাওয়া শেষ হওয়ার পর সাপটিকে সরানো হয়েছে। তিনি বলেন, ‘আমরা তাকে ব্যাগে ভরেছি, যদি আপনি তাদের অতিরিক্ত বিরক্ত করেন তাহলে তারা ভেতর থেকে খাদ্য উগরে দেবে। তখন এটি শুধু অপচয়ই হবে।’
এর আগে গত রোববার উত্তর ব্রিসবেনে এ রকমই আলাদা একটি ঘটনার চিত্র ধরা পড়েছে। সেখানে দেখা গেছে, একটি অজগর একটি ছোট ক্যাঙ্গারুকে গিলছে।