অক্টোবরেই পৃথিবী শেষ, ষড়যন্ত্র তত্ত্বের দাবি

Looks like you've blocked notifications!

চলতি বছরের অক্টোবরেই ধ্বংস হয়ে যাচ্ছে পৃথিবী! ষড়যন্ত্র তাত্ত্বিকরা এ দাবি করেছেন। তাঁদের মতে, রহস্যময় গ্রহ নিবিরু আছড়ে পড়বে পৃথিবীতে। আর এর ফলে মানুষের একমাত্র বাসস্থান এই গ্রহটি নিঃশেষ হয়ে যাবে।

তবে বিজ্ঞানীরা বলছেন, নিবিরুর কোনো অস্তিত্ব নেই। তাঁদের মতে, অনলাইনে এটা নিয়ে ধাপ্পাবাজি চলছে। তাই তাঁরা পৃথিবী ধ্বংসের তত্ত্বটি উড়িয়ে দিয়েছেন।

এদিকে, ষড়যন্ত্র তত্ত্বে দাবি করা হয়, নিবিরুর আগমন নিয়ে এখানে কোনো সন্দেহ নেই।

নিবিরুকে মাঝেমাঝে প্ল্যানেট এক্স হিসেবেও উল্লেখ করা হয়। বিজ্ঞানীরা এটিকে অনুমাননির্ভর গ্রহ হিসেবে চিহ্নিত করেছেন।

‘প্ল্যানেট এক্স-দ্য ২০১৭ অ্যারাইভাল’ গ্রন্থের লেখক ও ষড়যন্ত্র তত্ত্বের অনুসারী ডেভিড মিড বিশ্বাস করেন, ‘এ বছরের অক্টোবরের মধ্যেই ওই গ্রহ আমাদের গ্রহকে (পৃথিবী) আঘাত করবে।’

প্ল্যানেট এক্স নিউজে প্রকাশিত লেখায় ডেভিড মিড আরো বলেন, ‘আমাদের সৌর ব্যবস্থার সঙ্গে এই ব্যবস্থার সংযোগ নেই। তবে একটা তেরছা কোণ থেকে এটি দক্ষিণ মেরুর দিকে ধেয়ে আসছে।’