জাপানে শক্তিশালী ভূমিকম্প

Looks like you've blocked notifications!
জাপানের রাজধানীর টোকিওর কাছে শনিবার সন্ধ্যায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে।

দক্ষিণ জাপানের সমুদ্র উপকূলে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে। আজ শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় প্রায় এক মিনিট স্থায়ী ওই ভূমিকম্পে রাজধানী টোকিও এবং এর পার্শ্ববর্তী অঞ্চলগুলো কেঁপে ওঠে। 

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে। এর কেন্দ্র ছিল রাজধানী টোকিও থেকে ৮৭৪ কিলোমিটার দূরের সমুদ্রের নিচে ৭০০ কিলোমিটার গভীরে। 

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ভূমিকম্পের শুরু হয় স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। বেশ তীব্র এই ভূমিকম্প প্রায় এক মিনিট স্থায়ী ছিল। 

এখনো পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া ভূমিকম্পে জাপানে কোনো সুনামির সতর্কবার্তাও দেওয়া হয়নি।