মেক্সিকোয় বন্দুকধারীদের গুলিতে নিহত ৪

Looks like you've blocked notifications!

মেক্সিকোর বাহা ক্যালিফোর্নিয়া সার প্রদেশের একটি হোটেলে বন্দুকধারীদের গুলিতে চারজন নিহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার প্রশান্ত মহাসাগরের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপকূলের লস ক্যাবোস এলাকার একটি হোটেলে এ হত্যাকাণ্ড ঘটে। রিসোর্টটি মার্কিন ভ্রমণকারীদের কাছে বেশ জনপ্রিয়। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী।

বাহা ক্যালিফোর্নিয়া সার প্রদেশের কর্তৃপক্ষ জানায়, হোটেলের একটি কক্ষ থেকে তিন ব্যক্তির লাশ উদ্ধার করে হয়েছে। এ ছাড়া গুরুতরভাবে আহত অবস্থায় এক নারীকে উদ্ধার করা হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় ওই নারীর।

কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড চালানো হয়েছে, তা এখনো জানা যায়নি। তবে প্রশান্ত মহাসাগরের সৈকত এলাকায় মাদক ব্যবসায়ীদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষ হয়।

মেক্সিকো সরকারের জরিপ বলছে, ২০০৬ সাল থেকে দেশটিতে খুন হয়েছেন এক লাখ ৭০ হাজারের বেশি লোক। নিখোঁজ রয়েছেন ২৮ হাজার। তবে এ ঘটনা সংঘবদ্ধ সন্ত্রাসীদের হামলা কি-না, তা জানানো হয়নি।