এমিরেটসের বিমানে সাপ, উড়ান বাতিল!

এবার এমিরেটস এয়ার লাইনসের একটি বিমানের ভেতরে ‘বিপজ্জনক’ সাপ পাওয়া গেছে। এ জন্য ওমান থেকে দুবাইগামী বিমানের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি আজ রোববার এ তথ্য জানিয়েছে।
বিমানের লাগেজ হোল্ডারের মধ্যে সাপটি পাওয়া যায়। এমিরেটসের ইকে-০৮৬৩ ফ্লাইটটি ওমানের রাজধানী মাস্কাট থেকে উড়ান দেওয়ার কথা ছিল। পরে তা বাতিল করা হয়।
তবে সেটি কী সাপ ছিল তা চিহ্নিত করতে পারেনি বিমান কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, সাপটি বিপজ্জনক ছিল।
দেশটির বিমান পরিবহন ব্যবস্থার একজন মুখপাত্রের বরাত দিয়ে দুবাইয়ের সংবাদমাধ্যম জানায়, যাত্রীরা বিমানটিতে ওঠার আগেই সাপটিকে পাওয়া যায়।
পরে পুনরায় বিমানটি ছাড়ার আগে সেটি ভালোভাবে তল্লাশি করা হয় এবং সেটি কয়েক ঘণ্টা পর তার গন্তব্যে পৌঁছায়।
এর আগে গত বছরের নভেম্বরে মেক্সিকোর একটি ফ্লাইটে বিমানের কম্পার্টমেন্ট থেকে একটি লম্বা সাপ পড়ার ঘটনা ঘটে। এতে ভীতসন্তস্ত হয়েছিলেন যাত্রীরা।