পরমাণু বোমা বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ পাকিস্তানের

Looks like you've blocked notifications!
বাবুর-৩ নামে পরমাণু বোমা বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে পাকিস্তান। ছবি : ডেইলি টাইমস

পরমাণু বোমা বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে পাকিস্তান। বাবুর-৩ নামে ওই ক্ষেপণাস্ত্র সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা সম্ভব।

স্থানীয় সময় সোমবার ভারত মহাসাগরে বাবুর-৩ পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয়।

সে সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পাকিস্তানের জয়েন্ট চিফ অব কমান্ডের চেয়ারম্যান জেনারেল জুবায়ের মাহমুদ হায়াত, স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিভিশনের পরিচালক লেফটেন্যান্ট জেনারেল মাজহার জামিলসহ প্রকৌশলী ও বিজ্ঞানীরা।

পাকিস্তান সেনাবাহিনী সূত্রে জানানো হয়, বাবুর-৩ সর্বোচ্চ ৪৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। গত বছর ডিসেম্বরে বাবুর-২-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ করে পাকিস্তান। বাবুর-২ ভূপৃষ্ঠ থেকে লক্ষ্যবস্তুর দিকে ছোড়া যাবে।

বাবুর-৩-এ রয়েছে রাডার ও আকাশ আক্রমণ এড়ানোর জন্য বিশেষ কৌশল। সেটি বেশ নীরবেই আক্রমণ করতে পারবে লক্ষ্যবস্তুতে।

বাবুর-৩-এর সফলতায় পাকিস্তান সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

নওয়াজ শরিফ বলেন, পাকিস্তান সব সময়ই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে চায়। কিন্তু নিজেদের ন্যূনতম প্রতিরোধ ব্যবস্থাকে ঝালিয়ে নিতেই এ পরীক্ষা চালানো হয়।