গরমে গলে যাচ্ছে দিল্লির পিচঢালা রাস্তা
তীব্র দাবদাহে এরই মধ্যে ভারতে দুই হাজার দুইশোর বেশি মানুষ মারা গেছেন। ৪৭ ডিগ্রি গরমে গলতে শুরু করেছে ভারতের পিচঢালা রাস্তা। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের সচিত্র প্রতিবেদনে দেশটির রাজধানী দিল্লির কিছু রাস্তার ছবিতে দেখা যায়, যেখানে রাস্তার পিচঢালা কিছু অংশ গলে গেছে। উল্লেখ্য, গত সপ্তাহের বুধবার নয়াদিল্লির তাপপাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এর মাত্র দুদিন পর গত শুক্রবার নতুন তাপমাত্রা রেকর্ড হয় ৪৭ ডিগ্রি সেলসিয়াস!
urgentPhoto
প্রচণ্ড গরমে ভারতের অনেক রাজ্যেই সমস্যায় পড়তে হচ্ছে মানুষদের। মারা যাচ্ছে পশুপাখিও। অল্প কিছুক্ষণ রোদে দাঁড়িয়ে থাকলে চামড়া লাল হয়ে যাচ্ছে। প্রতিরোধব্যবস্থা ছাড়া রোদে কাজ করলে প্রদাহ সৃষ্টি হয় চামড়ায়। ভারতের দক্ষিণ দিকে প্রচণ্ড গরমে এ পর্যন্ত প্রায় দুই হাজারেরও বেশি মানুষ মারা গেছে। অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। প্রচণ্ড দাবদাহে শনিবার পর্যন্ত অন্ধ্রপ্রদেশে এক হাজার ৬৩৬ এবং তেলেঙ্গানায় ৫৪১ জনের মৃত্যু হয়েছে।
এদিকে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, চলমান দাবদাহে দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরো ২০২ জনের মৃত্যু হয়েছে। এনডিটিভির খবরে বলা হয়েছে, গতকাল শনিবার অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও ওড়িশ্যায় ২০২ জনের মৃত্যু হয়। এর মধ্যে অন্ধ্রপ্রদেশে গত ২৪ ঘণ্টায় ১৪৬ জন এবং তেলেঙ্গানায় ৫২ জনের মৃত্যু হয়েছে।
তবে ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী কদিনে বৃষ্টির সম্ভাবনা আছে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায়। এর ফলে তীব্র দাবদাহ কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।