যুক্তরাষ্ট্র-ভারতকে দেখাতে চীনের অতিথি পুতিন!
প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে প্রধান অতিথি করেছিল ভারত। এ ক্ষেত্রে চীন কেন পিছিয়ে থাকবে? তাই তারা তাদের সামরিক কুচকাওয়াজে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রধান অতিথি করার পরিকল্পনা করেছে। আজ বুধবার চীনের পক্ষ থেকে এ পরিকল্পনার কথা জানানো হয়েছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭০তম বার্ষিকী উপলক্ষে চলতি বছরে চীন প্রজাতন্ত্র দিবসের সামরিক কুচকাওয়াজের আয়োজন করছে। এতেই রাশিয়ার প্রেসিডেন্টকে প্রধান অতিথি করার পরিকল্পনা হচ্ছে। পুতিনের অংশগ্রহণের মাধ্যমে এই প্রথম কোনো বিদেশি অতিথি প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবেন।
চীনের রাষ্ট্রীয় ‘চায়না-ওরগ ডটসিএ’ ওয়েবসাইটে বেইজিংয়ের জননিরাপত্তা বিভাগের প্রধান ফু জেংহুয়া বলেন, সামরিক কুচকাওয়াজ উপলক্ষে নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অতিসম্প্রতি ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ওবামার তিন দিনের ভারত সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৪৯ সাল থেকে প্রতি ১০ বছর পর পর চীনে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ আয়োজন করা হয়। সর্বশেষ এটি আয়োজন করা হয় ২০০৯ সালে। এবারই প্রথম ১০ বছরের প্রথা ভাঙা হচ্ছে।