হোয়াইট হাউসে ট্রাম্পকে স্বাগত জানালেন ওবামা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে স্থানীয় সময় আজ শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে হোয়াইট হাউসে যান ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প।
বারাক ওবামা ও তাঁর স্ত্রী মিশেল ওবামা হোয়াইট হাউসে ট্রাম্প দম্পতিকে স্বাগত জানান। এ সময় মেলানিয়া ট্রাম্প ফার্স্ট লেডি মিশেলের হাতে একটি উপহার তুলে দেন।
গত বছরের ৮ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে জয় নিয়ে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট পদে জয় পান রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
আজ বাংলাদেশ সময় রাত ১০টায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। মার্কিন কংগ্রেসের ‘ক্যাপিটল হিলে’ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার, বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশসহ বিশিষ্ট ব্যক্তিরা। তবে ডেমোক্র্যাট দলের বেশ কিছু আইনপ্রণেতা এ অনুষ্ঠান বর্জন করেছেন। এমনকি অনেকে বিক্ষোভ করছেন।