১০০০ শতাংশ সিআইএর সঙ্গে আছি : ট্রাম্প

Looks like you've blocked notifications!
হাজার ভাগ সিএআইর সঙ্গে আছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুরোনো ছবি

যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গদিতে বসেই মিটিয়ে নিতে চাইছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সঙ্গে সাম্প্রতিক সব মনোমালিন্য। এর জের ধরেই ট্রাম্প বলেছেন, তিনি ১০০০ শতাংশ সংস্থাটির সঙ্গে আছেন তিনি।

স্থানীয় সময় শনিবার ভার্জিনিয়া অঙ্গরাজ্যে সিআইএর প্রধান কার্যালয় পরিদর্শনের সময় এ কথা বলেন ট্রাম্প।

সংস্থাটির ৩০০ কর্মকর্তার উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আমি আপনাদের সঙ্গে ১০০০ শতাংশ আছি। হাতে গোনা কয়েকজনও আপনাদের মতো কাজ করতে পারবে না এবং আপনারা জেনে রাখেন, আমি আপনাদের সঙ্গে আছি।’ তিনি বলেন, ‘আমি আপনাদের ভালোবাসি, সম্মান করি। সিআইএ কর্মীদের মতো আর কাউকে আমি সম্মান করি না।’

মার্কিন প্রেসিডেন্টের সিআইএ কার্যালয় পরিদর্শনের বিষয়ে সংস্থাটির সাবেক উপপরিচালক মিশেল মোরেল জানিয়েছেন, ট্রাম্পের পরিদর্শন একটি গুরুত্বপূর্ণ ও যথার্থ সংকেত।

সর্বশেষ মার্কিন নির্বাচনের প্রচারের সময় ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন ও তাঁর দলের কয়েকজনের ই-মেইল হ্যাকিং হয়। ওই হ্যাকিংয়ের পেছনে রাশিয়ার হাত আছে বলে দাবি করে সিআইএ। তবে ট্রাম্প বরাবরই নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের কথা অস্বীকার করে আসছিলেন।