মমতা আগে আসবেন, আগে যাবেন, থাকবেনও আলাদা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একদিন আগে বাংলাদেশ সফরে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরবেনও প্রধানমন্ত্রী ফেরার একদিন আগে। ঢাকায় মোদি ও মমতা থাকবেনও আলাদা হোটেলে। পশ্চিমবঙ্গের মুখ্য প্রশাসনিক কার্যালয় নবান্ন সূত্রে এ তথ্য জানা গেছে।
তবে রাজ্য সরকারের কেউ আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে টেলিফোনে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার জানা নেই।’
পশ্চিমবঙ্গের একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, মমতার ইচ্ছাতেই বাংলাদেশ সরকার ঢাকা বিমানবন্দরের পাশে র্যাডিসন হোটেলে তাঁর থাকার ব্যবস্থা করেছে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থাকবেন ঢাকার সোনারগাঁও হোটেলে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে ইটিভি বাংলার পোর্টাল ইনাডুইন্ডিয়া জানিয়েছে, ‘প্রাথমিকভাবে সোনারগাঁতেই দুজনের থাকার ব্যবস্থা করা হলেও, পরে নবান্নের ইচ্ছেতে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সফরসঙ্গীদের জন্য র্যাডিসন হোটেলে ব্যবস্থা করা হয়।’
আগামী ৬ জুন মোদির বাংলাদেশ সফরের দিন নির্ধারিত হওয়ার পর মমতা সফরসঙ্গী হবেন না বলে জানান। পরে মমতা মত পরিবর্তন করেন। এরপর নবান্ন থেকে জানানো হয়, মোদির একদিন আগে অর্থাৎ ৫ জুন ঢাকায় পৌঁছাবেন মমতা। ফিরবেনও মোদির ফেরার একদিন আগে।
তবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলের ধারনা, একদিকে তিস্তা ইস্যু নিয়ে আপত্তি আর অন্যদিকে ভারতের জাতীয় রাজনীতিতে বিজেপিবিরোধী ভাবমূর্তি বজায় রাখতেই শেষ মুহূর্তে তাঁর সফরে এই পরিবর্তন এনেছেন মমতা।