বিজেপিতে যোগ দিল ৩০ লাখ মুসলমান!

Looks like you've blocked notifications!

কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে শাসনকালকে যাচাইয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানের পর তাঁর দল ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছে ব্যাপকসংখ্যক মুসলমান। সম্প্রতি বিভিন্ন রাজ্যে সদস্য সংগ্রহ অভিযানের সময় ৩০ লাখ মুসলমান যোগ দিয়েছে বলে দাবি করেছে বিজেপির সংখ্যালঘু সেল। 

বিজেপির জাতীয় সংখ্যালঘু সেলের প্রধান আবদুর রশিদ আনসারীর বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, দলে মুসলমানদের উপস্থিতি এর আগে কখনো গণনা করা হয়নি। বর্তমানে এ সংখ্যা দ্বিগুণ হয়েছে বলে গড়পড়তা হিসেবে বলা যায়। 

সংখ্যালঘু সেলের দেওয়া তথ্যটি টাইমস অব ইন্ডিয়ার কাছে পৌঁছেছে। সেটি থেকে জানা যায়, যেসব আসনে বিজেপি ক্ষমতায় আছে, সেগুলোতে মুসলমান যোগদানের সংখ্যা সবচেয়ে বেশি। 

সংখ্যালঘু সেলের তথ্য অনুযায়ী, সদস্য সংগ্রহ অভিযানে আগ্রহীদের বিভিন্ন নম্বরে ‘মিসড কল’ দিতে বলা হয়েছিল বিজেপির পক্ষ থেকে। সেই কার্যক্রমে অভূতপূর্ব সাড়া দিয়েছিলেন মুসলমানরা। 

মধ্য প্রদেশে চার লাখ মুসলমান বিজেপিতে যোগ দিয়েছে। গুজরাটে যোগ দিয়েছে দুই লাখ ৬০ হাজার, দিল্লিতে আড়াই লাখ, পশ্চিমবঙ্গে দুই লাখ ৩০ হাজার, রাজস্থানে দুই লাখের বেশি, আসামেও একই সংখ্যক লোক বিজেপিতে যোগ দিয়েছে। উত্তরপ্রদেশ বিজেপিতেও পৌনে দুই লাখ ‘মিসড কল’ এসেছে মুসলমানদের কাছ থেকে। অন্যান্য রাজ্য মিলিয়ে মোট ৩০ লাখের মতো মুসলমান যোগ দিয়েছে বিজেপিতে। 

মুসলমানদের এ সংখ্যা বৃদ্ধির পর তাদের ধরা রাখার চ্যালেঞ্জও বেড়েছে। প্রথম চ্যালেঞ্জ মুসলমান সমর্থকের জন্য ৩ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশে উন্নীত করা। দ্বিতীয় চ্যালেঞ্জ হবে, দলে যোগ দেওয়া ৩০ লাখ মুসলমানের বেশির ভাগকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দলীয় কর্মীতে পরিণত করা।

এ প্রসঙ্গে আনসারী বলেন, ‘নিঃসন্দেহে এটা অনেক বড় চ্যালেঞ্জ।’ তিনি বলেন, সংখ্যালঘুদের সঙ্গে দূরত্ব কমাতে সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভোটের কাজে নিয়োজিত দলগুলোতে প্রতি চার-পাঁচজনে একজন সংখ্যালঘু রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি মুসলমানদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর মোদিবিরোধীদের কথায় কান না দিয়ে গত এক বছরের কাজ দেখে তাঁকে মূল্যায়নের আহ্বান জানান। তাঁর এ আহ্বানে সাড়া পড়েছে বলে মনে করছেন অনেক বিজেপি সমর্থক।

দলটির উত্তরপ্রদেশের সংখ্যালঘু সেলের প্রধান রোমানা সিদ্দিকী বলেন, ২০১৩ সালে মুজাফফর নগরে সাম্প্রদায়িক সংঘাতের পরও ১৫ হাজার মুসলমান দলটিতে যোগ দিয়েছে। তিনি বলেন, সাম্প্রতিক সদস্য সংগ্রহ অভিযানে এক লাখ ৭৫ হাজার সংখ্যালঘু বিজেপিতে যোগ দিয়েছে।