জায়গামতো মূত্রত্যাগে মিলবে পুরস্কার!
যত্রতত্র মূত্রত্যাগ ঠেকাতে জরিমানার বিষয়টি বহুল আলোচিত। কিন্তু যথাস্থানে মূত্রত্যাগ করলে পুরস্কারের ধারণা একেবারেই বিরল। দূষণ ঠেকাতে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ নগর করপোরেশন (এএমসি) এমন সিদ্ধান্ত নিয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, এএমসির ঘোষণা অনুযায়ী, বিভিন্ন গণশৌচাগারে প্রস্রাব করলে এক রুপি করে পুরস্কার দেওয়া হবে। নগরীর জনাকীর্ণ ৬৭টি স্থানে এ পুরস্কার দেওয়া হবে। সফল হলে সব গণশৌচাগারকে এ প্রকল্পের আওতায় আনা হবে।
এএমসির জ্যেষ্ঠ এক কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, এ প্রকল্পের মূল উদ্দেশ্য গণশৌচাগারকে জনপ্রিয় করা। এটি সফল করতে বিজ্ঞাপনের মাধ্যমে অর্থ উপার্জনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার এএমসির স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্তটি হয়। এমএমসির স্যানিটেশন বিভাগ যত্রতত্র মলমূত্র ত্যাগ করা হয়, এমন স্থানে এ প্রকল্পের বিজ্ঞাপনগুলো প্রদর্শন করবে।
স্থায়ী কমিটির চেয়ারম্যান প্রবীণ প্যাটেল বলেন, প্রস্রাব-পায়খানার পর অর্থ নেওয়া হয়, এমন ৬৭টি শৌচাগারের পাশে যত্রতত্র মলত্যাগ করা হয়। সেই জায়গাগুলোতে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, কেউ কেউ ফুটপাতেও মলত্যাগ করে, যা বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। এএমসির এ উদ্যোগ লোকজনকে গণশৌচাগার ব্যবহারে উদ্বুদ্ধ করবে।
যত্রতত্র মলমূত্র ত্যাগ ঠেকাতে প্রণোদনার প্রথম উদ্যোগ নেয় নেপাল। কাঠমান্ডুর দারেচক এলাকার সে উদ্যোগে সুফল পাওয়া গিয়েছিল।