আমার সফর দক্ষিণ এশিয়ার জন্য লাভজনক হবে : মোদি
‘আমার বাংলাদেশ সফর শুধুমাত্র ভারত ও বাংলাদেশের মানুষের জন্যই নয়, দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর বৃহত্তর স্বার্থেও লাভজনক হবে।’
আগামীকাল শনিবার দুদিনের বাংলাদেশ সফরে যাওয়ার আগে নিজের ফেসবুক পেজে এমনটাই মন্তব্য করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মোদি লিখেছেন, ‘এটা অত্যন্ত আনন্দের বিষয়, আমি শনিবার এমন একটি দেশ সফরে যাচ্ছি যে দেশের সঙ্গে ভারতের অত্যন্ত দৃঢ় সুসম্পর্ক আছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক রয়েছে আমার। এই সফরে দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের আলাপ-আলোচনার পাশাপাশি একাধিক চুক্তি স্বাক্ষরিত হবে। এ ছাড়া বিভিন্ন অনুদানমূলক প্রকল্পের ফলক উন্মোচন অনুষ্ঠানেও আমি অংশ নেব।’
বাংলাদেশের ১৯৭১ সালের মহান স্বাধীনতাযুদ্ধে শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করব। বঙ্গবন্ধু জাতীয় সংগ্রহশালা পরিদর্শনের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। সেখানে আমি ভারতের মহান বন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জ্ঞাপন করব। যিনি দক্ষিণ এশিয়া অঞ্চলে গণতন্ত্রের এক মজবুত স্তম্ভ ছিলেন।’
ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির হয়ে ‘স্বাধীনতা পুরস্কার সম্মাননা’ গ্রহণ করতে পারা আমার জন্য অত্যন্ত সম্মানের বিষয়। বাংলাদেশের সঙ্গে ১৯৭৪ সালে স্থলসীমান্ত চুক্তি এবং ২০১১-এর প্রটোকল সংক্রান্ত বিষয়টি কার্যকর করতে আমার দেশের জনপ্রতিনিধিরা সংবিধান সংশোধন বিলে অনুমোদন দিয়েছেন। এই বিল সংসদে সুষ্ঠুভাবে পেশ করার জন্য ভারতের বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন মুখ্যমন্ত্রীদের সমর্থনের কথাও আমি তুলে ধরব।
আমি নিশ্চিত, আমার এই সফর ভারত-বাংলাদেশ উভয় দেশের মানুষের পাশাপাশি দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর বৃহত্তর স্বার্থে অনেকটাই লাভজনক হবে।’