ছিটমহলে স্বাধীনতার নতুন দিগন্ত
ঐতিহাসিক স্থলসীমান্ত চুক্তির মাধ্যমে ছিটমহলে স্বাধীনতার নতুন দিগন্ত উন্মোচন হয়েছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ সফর শেষে কলকাতায় ফিরে গতকাল শনিবার রাতে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।urgentPhoto
স্থানীয় সময় রাত পৌনে ১১টার দিকে কলকাতার দমদমে অবস্থিত নেতাজি সুভাষ চন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মমতা। সেখানে উপস্থিত সাংবাদিকরা তাঁর কাছে বাংলাদেশ সফরের বিষয়ে জানতে চান। ওই সময় তিনি বলেন, নতুন করে বলার কিছু নেই। দীর্ঘ বঞ্চনার পর ছিটমহলবাসী স্বাধীনতার স্বাদ পেয়েছেন। এ সময় তিস্তা চুক্তি নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
পরে বিমানবন্দর থেকে সোজা কলকাতার কালীঘাটের বাড়িতে চলে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সচিবালয় নবান্ন সূত্রে জানা গেছে, তিস্তা চুক্তির বিষয়ে পশ্চিমবঙ্গের নদী বিশেষজ্ঞদের নিয়ে একটি বোর্ড গঠন করা হতে পারে। সেই বোর্ডের প্রতিবেদন অনুযায়ী চুক্তির বিষয়ে সম্মতি দিতে পারেন মমতা।