আফগানিস্তানে ৬ রেডক্রস কর্মীকে গুলি করে হত্যা

Looks like you've blocked notifications!
জঙ্গি হামলায় নিহত রেডক্রসের কর্মীদের মরদেহ হাসপাতাল থেকে বের করা হচ্ছে। ছবি : বিবিসি

আফগানিস্তানের উত্তরাঞ্চলে জওজজান প্রদেশে আন্তর্জাতিক সংস্থা রেডক্রসের ছয় কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় গতকাল বুধবার দুপুরে প্রদেশটির কুশ টেপা এলাকায় সংস্থাটির কর্মীদের বহনকারী একটি গাড়িতে হামলা চালিয়ে তাঁদের গুলি করে মারা হয়।

আন্তর্জাতিক সংস্থাটির নিহত কর্মীদের সবাই স্থানীয় নাগরিক বলে জানিয়েছে রয়টার্স। এ ছাড়া ওই ঘটনায় রেডক্রসের আরো দুই কর্মীকে অপহরণ করে নিয়ে গেছে জঙ্গিরা।

এদিকে হামলার পর এখন পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন এর দায় স্বীকার করেনি। তবে জওজজান প্রদেশের গভর্নর মোহাম্মদ আলম সায়ে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) হামলাটি চালিয়েছে।

তবে রেডক্রসের পক্ষ থেকে কর্মী নিহতের সত্যতা জানানো হলেও কারা এই হামলা চালিয়েছে, সেই সম্পর্কে কোনো মন্তব্য করা হয়নি।

এর আগেও দেশটিতে রেডক্রস কর্মীদের লক্ষ্য করে হামলা চালিয়েছিল জঙ্গিরা। ২০১৩ সালে সংস্থাটির জালালাবাদ প্রদেশের কার্যালয়ে হামলা চালিয়েছিল তালেবান জঙ্গিরা। ওই হামলায় সংস্থাটির চার কর্মী নিহত হয়েছিলেন।