মোদির ক্যামেরায় ভারত
প্রযুক্তিপ্রেমী প্রধানমন্ত্রী হিসেবে এরই মধ্যে বেশ পরিচিতি হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। দক্ষিণ এশিয়ার কোনো সরকারপ্রধানের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছানো নজির এই প্রথম।
শুধু নিজের মতামত ও রাজনৈতিক প্রচারই নয়- মোদি যখনই ভারতের যে প্রান্তে গেছেন নিজের ক্যামেরায় ধরে রেখেছেন ভারতের সৌন্দর্য। প্রাকৃতিক সৌন্দর্য, পুরাকীর্তি, আধুনিক ও প্রাচীন স্থাপত্যশিল্প মিলিয়ে মোদির মোবাইল ক্যামেরায় উঠে এসেছে ভারতের রূপবৈচিত্র্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে যা উপভোগ করেছেন কোটি কোটি ফ্যান-ফলোয়ার।
মোদির ক্যামেরায় ধারণ করা ভারতের রূপ থাকছে এনটিভি অনলাইনের পাঠকদের জন্য। ছবিগুলো ভারতের প্রধানমন্ত্রীর টুইটার থেকে নেওয়া।
রাজস্থানের চিত্রগড় দুর্গ। ছবি : মোদির টুইটার থেকে নেওয়া
বিহারের বুদ্ধগয়া। ছবি : মোদির টুইটার থেকে নেওয়া
গোয়ার দুধসাগর ঝরনা। ছবি : মোদির টুইটার থেকে নেওয়া
হায়দরাবাদের গোলাকোন্ডা দুর্গ। ছবি : মোদির টুইটার থেকে নেওয়া
পশ্চিমবঙ্গের দার্জিলিং। ছবি : মোদির টুইটার থেকে নেওয়া
হিমাচল প্রদেশ। ছবি : মোদির টুইটার থেকে নেওয়া
জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের ডাললেকের হাউসবোট। ছবি : মোদির টুইটার থেকে নেওয়া
কারওয়ার সৈকত, কর্নাটক। ছবি : মোদির টুইটার থেকে নেওয়া
মহারাষ্ট্রের খান্ডালা ঘাটের লোনাভালা এলাকায় বর্ষা। ছবি : মোদির টুইটার থেকে নেওয়া
পশ্চিমবঙ্গের কলকাতায় প্রিন্সেপঘাট। ছবি : মোদির টুইটার থেকে নেওয়া
দিল্লিতে হুমায়ুনের সমাধি। ছবি : মোদির টুইটার থেকে নেওয়া