স্কুলে যোগব্যায়ামে আপত্তি মুসলমানদের
ভারতে ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল বিজেপি চাইছে যোগব্যায়ামকে জাতীয় সাংস্কৃতিক কার্যক্রমের অংশ হিসেব প্রচলন করতে। এ লক্ষ্যে বিদ্যালয়গুলোতে যোগব্যায়াম বাধ্যতামূলক করার জন্য কাজও করছে সংগঠনটি। এতে বাঁধ সেধেছেন ভারতের মুসলিম নেতারা। তাঁরা বলছেন, যোগব্যায়ামে সূর্যপ্রণামের মতো বিষয় আছে, যা ইসলাম ধর্মের পরিপন্থী।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যোগব্যায়াম শিক্ষাকে বিদ্যালয়ে বাধ্যতামূলক করার লক্ষ্যে ভারতের কেন্দ্রীয় সরকার আগামী ২১ জুনকে ‘আন্তর্জাতিক যোগব্যায়াম দিবস’ হিসেবে পালন করার পরিকল্পনা করেছে।
নিখিল ভারতীয় মুসলিম ব্যক্তিগত আইন বোর্ডের সদস্যরা বলছেন, বিদ্যালয়ের শিশুদের যোগব্যায়ামের আসন ও সূর্যপ্রণাম ইত্যাদি করতে বাধ্য করা তাঁদের ধর্মবিশ্বাসের বিরোধী। বিদ্যালয়গুলোতে যোগব্যায়াম বাধ্যতামূলক করার সরকারি পরিকল্পনার বিরুদ্ধে তাঁরা দেশব্যাপী আন্দোলন গড়ে তুলবেন বলে জানিয়েছেন। বিষয়টি নিয়ে আদালতে যাওয়ার সুযোগ আছে বলে বিবিসি জানিয়েছে।
নিখিল ভারতীয় মুসলিম ব্যক্তিগত আইন বোর্ড প্রাতিষ্ঠানিকভাবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড নামে পরিচিত। সংস্থাটি ভারতের মুসলিমদের ধর্মীয় বিষয় সম্পর্কে পরামর্শ দিয়ে থাকে।
ভারতীয় সংবাদপত্র দ্য হিন্দু জানিয়েছে, বিষয়টি নিয়ে উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে গতকাল রোববার বৈঠক করেছেন নিখিল ভারতীয় মুসলিম ব্যক্তিগত আইন বোর্ডের কার্যকরী কমিটির সদস্যরা। ৫১ সদস্যবিশিষ্ট ওই কার্যকরী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় লক্ষ্ণৌর দারুল উলুম নাদওয়াতুল উলেমায়। ওই কমিটির সদস্য মাওলানা খালিদ রাশেদ ফিরাঙ্গি মাহালি জানান, বিষয়টি নিয়ে কাজ করার জন্য মাওলানা ওয়ালি রহমানির নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়।
বোর্ডের অন্য এক সদস্য কামাল ফারুকি বলেন, সূর্যকে প্রণাম করা ইসলামবিরোধী। তিনি বলেন, ‘সরকারি বিদ্যালয়গুলোতে সূর্যপ্রণাম করা বাধ্যতামূলক করা উচিত নয়। কারণ মুসলমানরা কেবল আল্লাহর কাছেই মাথা নত করে।