পাকিস্তানে দরগায় আত্মঘাতী হামলায় নিহত বেড়ে ৭২

Looks like you've blocked notifications!
সিন্ধু প্রদেশের জামশরো জেলার লাল শাহবাজ কালান্দারের দরগায় হামলার পরের ছবি। ছবি : জিয়ো টিভি

পাকিস্তানের সিন্ধু প্রদেশের জামশেরা জেলার লাল শাহবাজ কালান্দারের দরগায় আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ জন হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ওই হামলা হয়। এতে আরো অন্তত ১৫০ জন আহত হন।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন অনলাইনের খবরে বলা হয়, দরগার মূল দরজা দিয়ে ওই হামলাকারী প্রবেশ করে। প্রথমে হামলাকারী নিজে একটি গ্রেনেড ছোড়ে। তবে তা বিস্ফোরিত হয়নি। পরে নিজের শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটায় সে।

দেশের বিভিন্ন এলাকা থেকে ওই দরগায় প্রচুর দর্শনার্থী আসেন, বিশেষ করে বৃহস্পতিবার লোকসমাগম বেশি হয়।

মাজারের একটি অংশে সুফিদের বিভিন্ন অনুষ্ঠান হয়। বোমার বিস্ফোরণটি ওই জায়গাতেই হয় বলে পুলিশ জানায়।

এদিকে, এ হামলার দায় স্বীকার করে নিজেদের বার্তা সংস্থা আমাকে বিবৃতি দিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

বোমা হামলার ঘটনার পরপরই এলাকার বিভিন্ন হাসপাতালকে পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে সরকার। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য সেনাসদস্যদের নির্দেশ দিয়েছেন। হতাহতদের সেবা দেওয়ার জন্য হায়দরাবাদে সম্মিলিত সামরিক হাসপাতালকেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহ জানিয়েছেন, উদ্ধারকর্মীদের দ্রুত ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, জামশরো, নওয়াবশাহ, হায়দরাবাদ থেকে চিকিৎসকদের শেওয়ানে পাঠানো হয়েছে।

গত বছরের ১২ নভেম্বর সুফি মাজারে হামলা হয়। বেলুচিস্তানের খুজদার জেলায় শাহ নুরানির মাজারে ওই আত্মঘাতী হামলায় ৫২ জন নিহত হন।