কত দামে বিক্রি হলো হিটলারের টেলিফোন

Looks like you've blocked notifications!
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির একনায়ক অ্যাডলফ হিটলারের ব্যবহৃত টেলিফোন। ছবি : ইপিএ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়  তাঁর প্রতাপে চারদিকে ছিল থরহরি কম্প। তাঁর এককথায় জীবন দিতে ও নিতে প্রস্তুত ছিল লাখ লাখ সৈন্য। সেই জার্মানির একনায়ক অ্যাডলফ হিটলারের ব্যবহৃত টেলিফোন নিলামে বিক্রি হয়েছে। আকাশছোঁয়া দামে এটি কিনে নিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি।

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের চেসাপিক শহরে নিলামে তোলা হয় ওই টেলিফোন। নিলামে টেলিফোনটির দাম ওঠে এক কোটি ৯০ লাখ টাকা (দুই লাখ ৪৩ হাজার মার্কিন ডলার)। নিলাম শুরু হয়েছিল ৭৮ লাখ টাকা (এক লাখ ডলার) দিয়ে। ক্রেতার নাম প্রকাশ করেনি নিলামকারী প্রতিষ্ঠান অ্যালেক্সান্ডার হিস্টোরিক্যাল অকশনস।

নিলামকারী প্রতিষ্ঠান জানিয়েছে, ১৯৪৫ সালে একটি বাঙ্কার থেকে পাওয়া যায় ওই  টেলিফোন। সেটার গায়ে হিটলারের নাম খোদাই করা আছে। জার্মান সেনাবাহিনী আত্মসমর্পণ করার পর ফোনটি তৎকালীন সোভিয়েত (বর্তমান রাশিয়া) সেনাদের দখলে যায়। পরে তারা সেটি ব্রিটিশ সেনা কর্মকর্তা স্যার রালফ রেনারকে স্মারক হিসেবে উপহার দেন।

নিলামকারী প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা জানান, ওই  টেলিফোনটির মাধ্যমে অনেক ধ্বংসলীলা চালানো হয়েছে। যুদ্ধ চলাকালীন ওই ফোনের মাধ্যমেই হিটলার বিভিন্ন আক্রমণের নির্দেশ দিতেন।

এ ছাড়া নিলামে হিটলারের ব্যবহৃত অ্যালশেসিয়ান কুকুরের মূর্তিও বিক্রি হয়েছে। নিলামে সেটির দাম উঠেছিল ২৪ হাজার ৩০০ মার্কিন ডলার। মূর্তিটি অবশ্য কিনেছেন অন্য এক ব্যক্তি।