ট্রাম্পের প্রশংসায় জিম্বাবুয়ের প্রেসিডেন্ট মুগাবে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে।
জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জেডবিসি টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের প্রশংসা করেন মুগাবে।
জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবের ৯৩তম জন্মদিন ২১ ফেব্রুয়ারি। এই বয়সের ভারে ন্যুব্জ হওয়ার কথা থাকলেও তাঁর ক্ষেত্রে বিষয়টা একেবারেই ভিন্ন। রাজনৈতিক জীবন থেকে অবসর নেওয়ার কোনো চিন্তা নেই তাঁর। ঘোষণা দিয়েছেন ২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার।
জেডবিসি টিভিকে দেওয়া সাক্ষাৎকারে মুগাবে বলেন, ‘আমি নির্বাচনে দাঁড়াই, সেটা তারা চায়। দলের সব নির্বাচনে আমি অংশ নিই, সেটা তারা প্রত্যাশা করে। বেশির ভাগ মানুষ বিশ্বাস করে, আমার বিকল্প বা আমার রাজনৈতিক উত্তরাধিকার গ্রহণের মতো আর কেউ নাই।’
‘প্রেসিডেন্ট মুগাবেকে মানদণ্ড ধরে জনগণ অন্য সবাইকে বিচার করে।’
ওই সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেন মুগাবে। আমেরিকান জাতীয়তাবাদ বিষয়ে ট্রাম্পের অবস্থানকে সমর্থন জানান তিনি। এ ছাড়া ট্রাম্পকে সমর্থন জানাতে যুক্তরাষ্ট্রবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
‘আমেরিকার জন্য আমেরিকা, আমেরিকাবাসীর জন্য আমেরিকা। এই বিষয়টায় আমরা একমত’, বলেন মুগাবে।
তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়লাভে বিস্মিত বলে জানান মুগাবে। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকেও পছন্দ করতেন না তিনি। তাঁর ধারণা, হিলারি প্রেসিডেন্ট হলে জিম্বাবুয়ের ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করতেন।
এর আগে ২০০২ সালে মুগাবে ও তাঁর কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। পরে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা ওই নিষেধাজ্ঞা আরো এক বছর বাড়ায়।
প্রেসিডেন্ট মুগাবে আশা প্রকাশ করে জানান, ট্রাম্প জিম্বাবুয়ের ওপর আরোপ করা বিভিন্ন নিষেধাজ্ঞা আবার খতিয়ে দেখবেন।