সিরিয়ায় গাড়িবোমা হামলায় নিহত ৬০

Looks like you've blocked notifications!

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আল বাব শহরে আত্মঘাতী গাড়িবোমা হামলায় প্রায় ৬০ জন নিহত হয়েছে। আজ শুক্রবার সকালে শহরের সুসিয়ান গ্রামে নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকি লক্ষ্য করে হামলা চালানো হয়।

সিরিয়ার সংগঠন আলেপ্পো মিডিয়া সেন্টার ও যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে সিএনএন এ খবর প্রকাশ করেছে। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলা চালায় বলে ধারণা করা হচ্ছে।

গতকালই ওই জায়গাটা দখলে নিয়েছিল তুরস্ক সমর্থিক বিদ্রোহীরা। এখানে বেসামরিক নাগরিকরা জড়ো হয়েছিল শহরে ফেরার অনুমতির জন্য।

বৃহস্পতিবার তুরস্ক সমর্থিক বিদ্রোহীরা আল বাব শহর থেকে জঙ্গি সংগঠন আইএসকে তাড়িয়ে দেয়। ওই সময় তুরস্ক সমর্থিত বিদ্রোহীদের অনেকেই মারা যান।

সুসিয়ান গ্রামটি আল বাব শহর থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত।