এএপি থেকে বরখাস্ত হতে পারেন জিতেন্দর তোমার

Looks like you've blocked notifications!
জিতেন্দর সিং তোমার। ফাইল ছবি

ভুয়া সার্টিফিকেট প্রদর্শনের জেরে আম আদমি পার্টি (এএপি) থেকে বরখাস্ত হতে পারেন দিল্লির সাবেক আইনমন্ত্রী জিতেন্দর সিং তোমার। দলের শৃঙ্খলা-সংক্রান্ত কমিটি লোকপালে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

আজ শুক্রবার টাইমস অব ইন্ডিয়ার এক খবরে জানানো হয়, এত দিন এএপি তোমার সমর্থন দিয়ে গেছে। তবে সাম্প্রতিক ঘটনাবলিতে দলটি তোমারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।

দলের কয়েকটি সূত্র জানিয়েছে, তোমারের বিষয়টি এএপির লোকপালে উত্থাপন করা হবে। সেখানেই তাঁর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এএপির অভ্যন্তরীণ অনিয়মের বিষয়গুলো খতিয়ে দেখার কমিটি লোকপাল। এটির তিনজন সদস্য আছে।

দলটির কয়েকটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, ‘তাঁর (তোমার) এলএলবি ডিগ্রি কোনো সমস্যা নয়। তবে তাঁদের বিএসসি ডিগ্রি নিয়ে নিঃসন্দেহে সমস্যা আছে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও হতাশ। যেহেতু তোমার কেজরিওয়ালের প্রতিনিধিত্ব করেন এবং তাঁর সবকিছু ঠিকঠাক আছে বলে নিশ্চিত করেছিলেন, সে কারণে কেজরিওয়াল ভেঙে পড়েছেন। এত দিন তাঁর (তোমার) বিরুদ্ধে কেবল অভিযোগ উঠেছিল। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, নিজের যুক্তির পক্ষে কোনো প্রমাণ দিতে পারবেন না তিনি।’