সেলফি তুলে খুনি ধরা
সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন বইছে সেলফি জোয়ার। সেলফির এমনই আকর্ষণ যে খুনের শিকার ব্যক্তির সঙ্গে সেলফি তুলতেও পিছপা হয়নি খুনি।
যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার কিশোর ম্যাক্সওয়েল মরটন তার সহপাঠী রায়ান ম্যানগানকে গুলি করে খুন করে। এরপর রায়ানের লাশের সঙ্গে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম স্ন্যাপচ্যাটে পাঠায় তার বন্ধুকে।
দ্য ডেইল বিস্ট জানিয়েছে, স্ন্যাপচ্যাটের নিয়ম অনুযায়ী মেসেজটি পাঠানোর পরই অদৃশ্য হয়ে যায়। তবে মরটনের ওই বন্ধু ছবিটি সংরক্ষণ করে রাখায় তা চোখে পড়ে বন্ধুর মায়ের। পরে তিনিই পুলিশকে তথ্যটি জানান।
গোয়েন্দারা এখন পর্যন্ত এই খুনের কারণ সম্পর্কে কিছুই জানতে পারেননি।
ইনস্টাগ্রামে ম্যানগানের বেশকিছু ছবি পোস্ট আছে। যেখানে দেখা যায় সে একটি নাইন এমএম শটগান ক্যামেরার দিকে তাক করে ছবি তুলেছে।
মরটনের বন্ধুরা জানিয়েছে, খুনের ঘটনা জানাজানি হওয়ার পর তার পরিবারের লোকেরা মরটনের সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থিতির সব প্রমাণ নিশ্চিহ্ন করে ফেলে।
পেনসিলভেনিয়ার পুলিশ জানিয়েছে, একজন কৃষ্ণাঙ্গ ছেলের তোলা একটি সেলফি তাদের হাতে এসেছে যেখানে দেখা যাচ্ছে ছেলেটি ক্যামেরার দিকে মুখ করে ছবি তুলছে এবং তার পেছনের চেয়ারে মাথায় গুলিব্ধি অবস্থায় নিহত ম্যানগান বসে আছে।
আগ্নেয়াস্ত্রের দখল নেওয়া ও পরিকল্পিত হত্যাকাণ্ডের দায়ে একজন পূর্ণবয়স্ক ব্যক্তি হিসেবেই মরটনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জন পেক পিটসবার্গ ট্রিবিউনকে দেওয়া সাক্ষাৎকারে সেলফিটি প্রসঙ্গে বলেছেন, ‘আমি এ রকম আগে কখনো দেখিনি। কিন্তু এটা তদন্তকারীদের জন্য মুখ্য প্রমাণ ছিল।’
সেলফি শব্দের অর্থ আত্ম প্রতিকৃতি আলোকচিত্র। মোবাইল ফোন বা ডিজিটাল ক্যামেরা ব্যবহার করে নিজেই নিজের ছবি তোলার পদ্ধতিকেই সেলফি বলা হয়। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিপুল জনপ্রিয় এই পদ্ধতি। এর জনপ্রিয়তার কারণে ২০১৩ সালে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতেও শব্দটি সংযোজন করা হয়।