ছাত্রত্ব শেষেও ছয় বছর যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ
যুক্তরাষ্ট্রে পড়তে আসা বিদেশি শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে শর্তসাপেক্ষে ছয় বছর যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবেন। এমন একটি প্রস্তাব সিনেটের জুডিশিয়ারি কমিটির কাছে পেশ করেছে ওবামা প্রশাসন।
ওবামা প্রশাসনের সুদূর প্রসারী পরিকল্পনায় ভারত থেকে যুক্তরাষ্ট্রে পড়তে আসা বিপুলসংখ্যক শিক্ষার্থী উপকৃত হবে। তবে এরই মধ্যে প্রস্তাবের সমালোচনাও হয়েছে। যুক্তরাষ্ট্রের অনেকের আশঙ্কা বিদেশিরা কম পয়সায় কাজ করায় অনেকে চাকরি হারাবেন। এ ক্ষেত্রে ডিজনি ওয়ার্ল্ডের উদাহরণ টানা হয়। সেখানে যুক্তরাষ্ট্র ও বাইরের দেশ থেকে আসা কর্মীদের মধ্যে রেষারেষি দেখা যায়।
গত বৃহস্পতিবার আউটসোর্সিং বিরোধীরা সমাবেশ করে এবং ভারতীয় দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দেশটির শ্রম বিভাগকে তদন্তের দাবি জানায়। ইনফোসিস ও টাটা কনসালটেন্সি নামক প্রতিষ্ঠান দুটি এইচওয়ান-বি নামক পরিচিত বিদেশি কর্মী ভিসার নিয়ম ভেঙে ভারত থেকে কর্মী আনছে বলে দাবি করা হয়।
আউটসোর্সিং বিরোধিতার মুখেই নতুন করে ওবামা প্রশাসন বিদেশি ছাত্রদের কাজের সুযোগ করে দিতে চাইছে। তবে যুক্তরাষ্ট্রের অনেক প্রতিষ্ঠানের দাবি, দেশের প্রয়োজন অনুযায়ী যথেষ্ট বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে কর্মী পাওয়া যায় না। তাই ওবামা প্রশাসনের প্রস্তাবকে তারা যথার্থই মনে করে।
ওপিটি নামক প্রোগ্রামের আওতায় স্নাতকের পর তিন বছর কাজ করার সুযোগ আছে। এখন ওবামা প্রশাসনের প্রস্তাব অনুযায়ী স্নাতকোত্তরের পর আরো তিন বছর বিদেশি শিক্ষার্থীরা কাজ করার সুযোগ পাবেন। এইচওয়ান-বি বিদেশি কর্মীর ভিসায় একই সময় কাজ করার সুযোগ পাওয়া যায়।
সাধারণ চীন ও ভারত থেকে যুক্তরাষ্ট্রে আসা শিক্ষার্থীরা পড়াশোনা শেষে ওপিটি প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানে কাজ করেন এবং কাজের দক্ষতা প্রদর্শনের মাধ্যমে এইচ১-বি ভিসা নেওয়ার চেষ্টা করেন।