পাকিস্তানে বিমান হামলায় ২০ জঙ্গি নিহত

Looks like you've blocked notifications!
সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত পাকিস্তানি তালেবানের যোদ্ধারা। ফাইল ছবি : এএফপি

পাকিস্তানে আফগান সীমান্তের কাছে একটি উপজাতীয় অঞ্চলে দেশটির সেনাবাহিনীর বিমান হামলায় ২০ জন জঙ্গি নিহত হয়েছে। সামরিক বাহিনী জানিয়েছে, নিহতদের সবাই তালেবান জঙ্গি। স্থানীয় সময় আজ শনিবার সকালে জঙ্গিদের বিরুদ্ধে এ হামলা চালান সেনারা।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, উপজাতীয় অঞ্চল নর্থ ওয়াজিরিস্তানের দত্তা খেল এলাকায় এ হামলা চালানো হয়েছে। তবে ওই এলাকায় সাংবাদিকদের প্রবেশে বিধিনিষেধ থাকায় স্বাধীনভাবে সামরিক বাহিনীর তথ্যটি যাচাই করা যায়নি।

আফগানিস্তানে ২০০১ সালের শেষের দিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর অভিযানের পর পাকিস্তান এক দশক ধরে ইসলামপন্থী বিদ্রোহীদের মোকাবিলা করছে। পাকিস্তান সেনাবাহিনী গত বছরের জুনে উত্তর ওয়াজিরিস্তানে তালেবান ও অন্যান্য জঙ্গিদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করেছে।