ভারতের জঙ্গি-তালিকা ধরে বাংলাদেশে জোর অভিযান!
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) জানিয়েছে, ভারতের উত্তর-পূর্বের নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোর ঘাঁটি আছে বাংলাদেশে। বাংলাদেশের মাটিতে লুকিয়ে থাকা ৩৯টি শিবিরের তালিকা বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে দিয়েছে বিএসএফ। গত বৃহস্পতিবার ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মেঘালয়ের রাজধানী শিলঙে এক যৌথ সম্মেলনে বিজিবির হাতে ওই তালিকা তুলে দিয়েছে বিএসএফ।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের প্রভাবশালী ‘দৈনিক যুগশঙ্খ’ পত্রিকায় গতকাল শনিবার এ সংবাদটি প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, ‘বিদেশের মাটিতে ঘাঁটি গেড়ে থাকা ভারতীয় জঙ্গিদের উৎখাতে বর্তমানে উঠেপড়ে লেগেছে কেন্দ্রের মোদি সরকার।’ এরই অংশ হিসেবে ওই তালিকা বিজিবিকে দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।
প্রতিবেদনে বলা হয় বিএসএফ ও বিজিবির ওই সম্মেলন ছিল চারদিনের। এরপর একটি বিবৃতিও দিয়েছে বিএসএফ। ওই বিবৃতিতে বলা হয়েছে, বিজিবি প্রতিনিধিদলের প্রধান লতিফ উল হায়দার জানিয়েছেন, বাংলাদেশের মাটিতে অবস্থানরত জঙ্গিদের বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযান শুরু হয়েছে।
প্রতিবেদনে দাবি করা হয়, বাংলাদেশে ঘাঁটি করা ভারতের উত্তর-পূর্বাঞ্চলের জঙ্গিদের উৎখাত করতে অভিযান শুরু হয়েছে। গত শুক্রবার থেকে ওই অভিযান শুরু হয়েছে বলে জানানো হয়। জঙ্গিদের গতিবিধি নজর রাখতে বিএসএফ ও বিজিবির মধ্যে নিয়মিত তথ্যের আদান-প্রদান হচ্ছে বলে উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে।
এ ব্যাপারে বিএসএফের মহাপরিদর্শক (আইজি- মেঘালয় ফ্রন্টিয়ার) সুদেশ কুমারের মন্তব্য প্রকাশ করেছে ওই পত্রিকা। সুদেশ কুমার বলেন, বাংলাদেশের মাটিতে আত্মগোপনকারী উত্তর-পূর্বের জঙ্গিদের বিরুদ্ধে অভিযানকে আজ আরো জোরদার করে তোলা হয়েছে।’ তিনি আরো জানান, সে দেশে (বাংলাদেশ) ঘাঁটি গাড়া উত্তর-পূর্বের জঙ্গিরা বাংলাদেশের মৌলবাদী শক্তিগুলোর সঙ্গে হাত মিলিয়ে সন্ত্রাসবাদ চালাচ্ছে। বাংলাদেশ সরকার এদের অপরাধী হিসেবে বিবেচনা করে অভিযান শুরু করেছে।’
সুদেশ কুমার আরো জানান, ‘চট্টগ্রাম পার্বত্য এলাকা এবং ময়মনসিংহ অঞ্চলের গভীর অরণ্যে উত্তর-পূর্বের নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোর বেশ কিছু গোপন শিবির রয়েছে। এদের উৎখাত করতে বাংলাদেশ সাঁড়াশি অভিযান শুরু করেছে। শিবিরে আত্মগোপনকারী জঙ্গিদের গতিবিধি নজর রাখতে বিএসএফ এবং বিজিবির মধ্যে তথ্যের আদান প্রদান হচ্ছে নিয়মিত।
ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের মাটিকে কিছুতেই উত্তর-পূর্বের জঙ্গিদের মুক্ত বিচরণক্ষেত্র হতে দেওয়া হবে না বলে (ভারতের) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রতিশ্রুতি দিয়েছিল ঢাকা।
চলতি মাসে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরে বিদ্রোহীদের হামলায় ১৮ জন সেনাসদস্য নিহত হন। এর প্রতিক্রিয়ায় গত মঙ্গলবার মিয়ানমারের ভেতরে ভারতীয় ‘বিদ্রোহীদের আস্তানায়’ হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী।
ভারতীয় সংবাদপত্র টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, মিয়ানমারের চার কিলোমিটার অভ্যন্তরে এ হামলা চালানো হয়।