লন্ডনকে সহযোগিতা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র : ট্রাম্প
ব্রিটিশ পার্লামেন্টে সন্ত্রাসী হামলার ঘটনাকে ‘বড় খবর’ উল্লেখ করে যুক্তরাজ্যকে যেকোনোভাবে সাহায্য করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার জানান, ওয়েস্টমিনস্টারে হামলার ঘটনা নিয়ে ডোনাল্ড ট্রাম্প আলোচনা করেছেন এবং তিনি ওই ঘটনার নজরদারি অব্যাহত রেখেছেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ব্রিটিশ পার্লামেন্টের বাইরে হামলার ঘটনাকে তাঁরা গভীরভাবে পর্যবেক্ষণ করছে। সেইসঙ্গে দেশটিতে বসবাসরত আমেরিকানদের ঘটনাস্থলের আশপাশে থেকে নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্ক টোনার বলেছেন, ‘এ ঘটনায় যুক্তরাজ্যকে যেকোনোভাবে সাহায্য করতে আমরা প্রস্তুত আছি।’ তিনি আরো জানান, লন্ডনে মার্কিন দূতাবাস এ ঘটনার সব খবর গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং এ ঘটনায় কোনো আমেরিকান হতাহত হলে তাঁকে সাহায্যের জন্য তৈরি আছে।