ডিমে কামড় দিয়ে পেলেন হীরা!
উপরওয়ালা যাকে দেন, হাত ভরে দেন- এমন একটা প্রবাদ বহুল প্রচলিত। কিন্তু স্যালি থম্পসন নামে যুক্তরাজ্যের এক নারী বোধহয় বলবেন ভিন্ন কথা। তিনি হয়তো বলবেন, উপরওয়ালা যাকে দেন গাল ভরে দেন। কারণ তিনি ডিম খেতে গিয়ে ভেতরে পেয়েছেন আস্ত একটি হীরা।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি মেইল তাদের খবরে জানায়,গত সপ্তাহে সকালের নাস্তার জন্য ছয়টি ডিম সিদ্ধ করেছিলেন সাউথ হ্যাম্পশায়ারের ৩৯ বছরের নারী স্যালি থম্পসন। ডিম মুখে দেওয়ার পর শক্ত কিছু একটায় কামড় পড়ে। প্রথমে তিনি ভেবেছিলেন দাঁত ভেঙেছে বুঝি, কিন্তু পরে ওই শক্ত জিনিসটা বের করে দেখেন- এ কি ! এ যে একটি আস্ত হীরা।
দাঁতের খাঁজে পাবার পর স্যালি প্রথমে বস্তুটি যে হীরা তা নিশ্চিত হতে ফেসবুকে পোস্ট দেন। সেখানেই সাউথ হ্যাম্পশায়ারের এক হীরা বিশেষজ্ঞ তাঁকে নিশ্চিত করেন একটি হীরার টুকরা।
তবে ওই হীরার টুকেরাটি ডিমের ভেতর কীভাবে এলো তা নিয়ে স্যালির ফেসবুক পেজে তর্ক জুড়েছেন কেউ কেউ। তবে সবারই ধারণা সম্ভবত মুরগিটি খাবারের সঙ্গে এই হীরার টুকরোটি গিলে ফেলেছিল।