ভিসার আশায় মন্দিরে প্রার্থীরা!
মানুষ সাধারণত আয়-উন্নতি, সন্তান লাভ, বিপদ থেকে উদ্ধার কিংবা ভালোবাসার মানুষকে পাওয়ার জন্যই প্রার্থনা করতে উপাসনালয়ে যান। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ভিসা লাভের আশায় ভারতের বিভিন্ন মন্দিরে যাচ্ছে লোকজন, ঈশ্বরের কাছে তদবিরে চলছে অর্চনা। বিদেশ যেতে ইচ্ছুক লাখ লাখ ভারতীয় নিয়মিত এসব মন্দির ও ধর্মীয় উপাসনালয়ে ‘ভিসা গড’-এর কাছে শরণাপন্ন হচ্ছেন।
বিবিসির খবরে বলা হয়, ভারতের পাঞ্জাব রাজ্যের তেলহান গ্রামে ১৫০ বছরের পুরোনো শিখ মন্দিরে (গুরুদুয়ারা) হাজার হাজার শিখ নিয়মিত জড়ো হন, ভিসা পাবেন এই আশায়। অনেকেই বিশ্বাস করেন, শহীদ বাবা নিহাল সিং গুরুদুয়ারায় প্রার্থনার মাধ্যমে তাদের বিদেশযাত্রার পথ সুগম হবে এবং সহজেই ভিসা মিলবে। ভক্তরা প্রায়ই প্রার্থনার সময় গুরুদুয়ারার ভেতরে রাখার জন্য খেলনা বিমান আনেন। এই খেলনা বিমান ও প্রার্থনায় ব্যবহৃত অন্যান্য সামগ্রী বিক্রির জন্য গুরুদুয়ারার বাইরে কয়েকটি দোকান গড়ে উঠেছে।
ভারতের তেলেঙ্গানা রাজ্যে চিলকুর বালাজি মন্দিরে ‘ভিসা গড’-এর কাছে ভক্তরা প্রার্থনা করতে যান। হায়দরাবাদের কাছে পুরোনো মন্দিরগুলোর একটি এই বালাজি মন্দির। হিন্দু ধর্মাবলম্বীদের ভগবান বালাজিকে উৎসর্গ করে এই মন্দির তৈরি হয়েছে। দুই দশক আগে কম্পিউটার সফটওয়্যারের চাকরি নিয়ে যুক্তরাষ্ট্রে গমনে ভিসা লাভের আশায় এখানে প্রার্থনা করতে আসা শুরু করেন ভক্তরা। তার পর থেকেই বিদেশ যেতে ইচ্ছুকরা এখানে প্রার্থনা করতে আসেন। মন্দিরটি শুক্রবার, শনিবার ও রোববার খোলা থাকে। এসব দিনে ৭০ হাজার থেকে এক লাখ পুণ্যার্থী এই মন্দিরে প্রার্থনার জন্য আসেন।