রমজানের শুভেচ্ছা জানিয়েছেন ওবামা
যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে মুসলমানদের পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা। রমজান মাস শুরুর আগে স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানানো হয়।
গণমাধ্যম শাখার ওই বিবৃতিতে বলা হয়, মুসলিম রোজাদারদের জন্য রমজানে হোয়াইট হাউসে একটি ইফতার পার্টির আয়োজন করা হবে।
বিবৃতিতে ওবামা বলেছেন, ‘রমজানে পরিবারসহ সম্প্রদায়ের সবাই একসঙ্গে ইফতার এবং নামাজে অংশ নেওয়ার মাধ্যমে মুসলমানদের সামাজিক-সাংস্কৃতিক ঐতিহ্যের বহিঃপ্রকাশ ঘটে।’
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে আজ ১৮ জুন বৃহস্পতিবার থেকে রোজা শুরু হয়েছে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও আজ থেকে রোজা শুরু হয়েছে। বাংলাদেশে আগামীকাল শুক্রবার থেকে রোজা শুরু হবে। আজ বৃহস্পতিবার দিবাগত রাতে তারাবির নামাজ অনুষ্ঠিত হবে।